মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:১৬

মাঠ পর্যায়ের কর্মীরাই বিএনপির শক্তি : শরীফ মো. ইউনুছ

মাঠ পর্যায়ের কর্মীরাই বিএনপির শক্তি : শরীফ মো. ইউনুছ
গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সম্মেলনে এম এ হান্নানের শীতবস্ত্র বিতরণ করছেন প্রধান অতিথি শরীফ মোহাম্মদ ইউনুছ।
প্রবীর চক্রবর্তী ও এমরান হোসেন লিটন

শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) ফরিদগঞ্জের ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের আওতাধীন ৫, ৬ ও ৭নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১০নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য আবু তালেব পাটোয়ারীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জিল হোসেনের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মো. ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন পাটোয়ারী, সদস্য অ্যাড. মাসুদ গাজী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক হামিমুর রহমান বাবু, যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান মেম্বার, মহিব মেম্বার, উপজেলা কৃষক দলের সভাপতি এ কে মজুমদার, মাজেদা বেগম, আলী আহমদ মিন্টু পাটোয়ারী, ডা. সুমন মিজি, কুদ্দুস শেখ, গিয়াসউদ্দিন ভূঁইয়া, মোস্তফা, ডা. এমদাদ পাটোয়ারী, ফজলে রাব্বিসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ- সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ মো. ইউনুছ বলেন, গত সতেরো বছরে খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশ, জনগণ, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষাসহ সকল সেক্টর ধ্বংস করেছে। আওয়ামী লীগ দেশকে প্রতিবেশী দেশের পদাবনত করার জন্যে সব আয়োজন চূড়ান্ত করেছে।

তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মীরাই বিএনপির শক্তি। আওয়ামী লীগ যে সকল অপকর্ম করে জনগণের ঘৃণার পাত্র হয়েছে, সে সকল কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। জনগণকে সকল প্রকার সহযোগিতা করবেন। বিপদ-আপদে পাশে দাঁড়াবেন। দেশকে নতুন করে শহিদ জিয়ার আদর্শের ভিত্তি ধরে বাংলাদেশ গড়ার কাজে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের নেতা জননেতা তারেক রহমান বলেছেন, দলবাজি, চাঁদাবাজি, দখলদারি করলেই প্রমাণের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এতে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। বিএনপির সকল নেতা-কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়