প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮
চাঁদপুরে ফুটসাল মিনি ট্রার্ফ গ্রাউন্ড করা হোক

ট্রাফভিত্তিক বাণিজ্যিক মাঠ। ঢাকায় খুবই জনপ্রিয় এই মাঠ। রাতের বেলায় বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির ছেলেরা ভাড়া নিয়ে খেলে। পাশাপাশি পেশাজীবী লোকেরা রাতের শরীর চর্চার জন্যে খেলে। টিম প্রতি ভাড়া নেয় কোনো কোনো জায়গায় ২০০০ টাকা, কোনো কোনো জায়গায় তার চেয়ে বেশি। যাই হোক মূল কথায় আসি, এ রকম মাঠ চাঁদপুরে হোক সবসময়ই আশা করি। কিন্তু বাস্তবতা হলো, কেউ এই খাতে ব্যয় বা বিনিয়োগ করতে চায় না। কিন্তু যখন এসব মাঠে খেলাধুলা করতে যাই, তখন আক্ষেপ করি-- এ রকম মাঠ যদি চাঁদপুরে থাকতো। কিন্তু বাস্তবতা হলো, চাঁদপুরে সত্যিকার অর্থে এ রকম কোনো মাঠ নেই। এখন কথা হলো, চাঁদপুরে কেউ যদি এ রকম উদ্যোগ নিতো, তাহলে খুবই ভালো হতো। আর যদি ব্যক্তিবিশেষ কেউ উদ্যোগ না নেয়, তাহলে অনুরোধ করবো, জেলা প্রশাসন থেকে যেন সেই উদ্যোগ নেয়া হয়। সরকারিভাবে করলে আরো বেশি সুবিধা হবে, যেমন ভাড়া কম হবে, সবাই খেলার সুযোগ পাবে-- পেশাজীবী, ছাত্র- ছাত্রী, খেলাপ্রেমী মানুষেরা। ভাড়া হওয়া উচিত ৫০০ টাকা, ১০০০ টাকা= ৩০মি./১ ঘন্টা (পেশাজীবীদের জন্যে)। ছাত্র-ছাত্রীদের জন্যে ২০০/৩০০ টাকা=৩০ মিনিট/১ ঘন্টা।
আমি আশা করি, জেলা প্রশাসন ভবিষ্যতে এ ব্যাপারে উদ্যোগ নিবে। জেলা প্রশাসক চাইলে এটা বাস্তবায়ন করতে পারবে বলে আশা করি। বর্তমান এডহক কমিটির সবাই বিত্তবান। চাইলে এমন উদ্যেগ অনায়াসে নেয়া যাবে।
ফিফা সারা বিশ্বে ফুটবল প্রসারের জন্যে বিভিন্ন দেশকে তাদের অর্থায়নে এমন গ্রাউন্ড করে দেয়। বর্তমানে বাংলাদেশে ২ টা রয়েছে--বাফুফে ভাবনের পাশে, আরেকটা নীলফামারিতে। বর্তমান এডহক কমিটি চাইলে বাফুফের মাধ্যমে চাঁদপুরে এমন গ্রাউন্ড করতে পারে। আমি আশা করি ভবিষ্যতে তারা এমন উদ্যোগ নেবে। এতে চাঁদপুরে খেলাধুলার প্রসার বাড়বে। শহরের মধ্যে সঠিক জায়গা নির্ধারণ করে এ গ্রাউন্ড করা হোক ৷ ইনশাল্লাহ আমি আশা করি, বর্তমান প্রশাসন ও এডহক কমিটি ক্রীড়াক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিবে।
মহিউদ্দিন বিজয় : মিশন রোড, চাঁদপুর।