মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

শিক্ষক প্রভাবশালী হলে যা হয়-

শিক্ষক প্রভাবশালী হলে যা হয়-
অনলাইন ডেস্ক

ইউনিফর্ম নিয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি গত ১২ সেপ্টেম্বর রাজধানীর আজিমপুর স্কুল এন্ড কলেজ পরিদর্শনে গিয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। শিক্ষামন্ত্রীর এ নির্দেশের আলোকে কোথাও ইউনিফর্ম নিয়ে বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া না গেলেও খোদ শিক্ষামন্ত্রীর নিজ জেলা চাঁদপুরের প্রত্যন্ত এলাকা কচুয়ায় একটি অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে চাঁদপুর কণ্ঠের শেষ পৃষ্ঠায় প্রকাশিত সংবাদের শিরোনাম হয়েছে ‘কচুয়ায় ইউনিফর্ম না থাকায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেয়ার অভিযোগ’। এ সংবাদে লিখা হয়েছে, মঙ্গলবার কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ইউনিফর্ম না থাকায় সাত শিক্ষার্থীকে শ্রেণিকক্ষ থেকে বের করে দেয়া হয়েছে। বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক এমদাদ উল্লাহ এ আপত্তিকর কাজটি করেছেন। উক্ত সাত শিক্ষার্থী হচ্ছে : সাকিন মাহমুদ শৈশব, রিফাত হোসেন, রাকিব হোসেন, নাফাজউদ্দীন, আবু বক্কর সিদ্দিক সজীব, মোঃ সাজেদুল ইসলাম ও রাকিব বিন খায়ের।

২০২১ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী রাকিব বিন খায়ের সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালে রসায়নের শিক্ষক রাসেল স্যার আমাদের ক্লাস নিচ্ছিলেন। এ সময় শরীর চর্চা শিক্ষক এমদাদ উল্লাহ স্যার শ্রেণিকক্ষে প্রবেশ করে আমাকেসহ আমার আরো ছয় সহপাঠীকে ইউনিফর্ম না থাকায় শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যাওয়ার জন্যে বলেন। পরে রাসেল স্যার আমাদেরকে সাময়িক ক্ষমা করতে এমদাদ স্যারকে অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমাদেরকে ব্যবহারিক পরীক্ষায় ফেল করানোর হুমকি দিয়ে শ্রেণিকক্ষ ত্যাগ করার জন্যে বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান জানান, শিক্ষার্থীদের ইউনিফর্ম পরার বাধ্যবাধকতা নিয়ে কোনো নির্দেশনা আসেনি। কিছুটা শিথিল রাখতে বলা হয়েছে। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দীপায়ন দাস শুভ বলেন, সাংবাদিকের মাধ্যমে ইউনিফর্মবিহীন সাত শিক্ষার্থীকে শ্রেণিকক্ষ থেকে বের করে দেবার সংবাদটি শুনেছি। প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

আমাদের বিশ্বাস, ইউএনও মহোদয় কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ইউনিফর্মবিহীন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেবার ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। শিক্ষামন্ত্রীর নির্দেশকে অবজ্ঞা করে একজন শরীর চর্চা শিক্ষক এতোটা ক্ষমতা প্রদর্শন করাটা নিঃসন্দেহে বাড়াবাড়ি। বস্তুত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন প্রভাবশালী ২-১ জন শিক্ষক খুঁজে পাওয়া যায়, যারা প্রধান শিক্ষক সহ সহকর্মী অন্যান্য শিক্ষককে পাত্তা দেন না এবং নিজেদেরকে রাজনৈতিক বা অন্যান্য কারণে বেশ ক্ষমতাধর ভাবেন। এদের বিরুদ্ধে কোনো কোনো প্রধান শিক্ষক/অধ্যক্ষ স্বীয় দুর্বলতাহেতু ব্যবস্থা নেন না কিংবা কঠোর নিয়ন্ত্রণে রাখেন না। ফলে দুর্ঘটনা ঘটে। যার কারণে প্রধান শিক্ষক বিব্রত হন, প্রশ্নবিদ্ধ হন, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়, যেমনটি কচুয়ায় হয়েছে। আমরা এ ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানদের সতর্কতা প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়