প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২২:০৮
মতলব উত্তরে এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট

মতলব উত্তর উপজেলায় জমকালো আয়োজনে নাউরী যুবসমাজ কর্তৃক এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই ২০২৫) বিকেলে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার।
|আরো খবর
টুর্নামেন্টে ২৪টি টিম অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কলাকান্দা স্পোর্টিং ক্লাব বনাম ফৈলাকান্দি একাদশ। ৯০ মিনিটের খেলায় ২-০ গোলে কলাকান্দা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফৈলাকান্দি একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলাটি সম্পন্ন হয়। খেলা উপভোগ করতে মাঠের চারিদিকে কানায় কানায় ভরে ওঠে হাজার হাজার দর্শক।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার। ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেন প্রধানের সভাপতিত্বে এবং ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল আহমেদ পাটোয়ারী, সহ-সভাপতি আব্দুল গনি তপাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাশার, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, মহিলা সম্পাদিকা ফারজানা সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ সোহেল, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলমগীর ঢালী, বশির আহমেদ মোল্লা, উপজেলা যুবদল নেতা হাসিব মোল্লা, সদস্য আল-আমিন সরকার, ফয়েজ মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আসলাম প্রধান সাংষ্ঠনিক সম্পাদক প্রমুখ।
খেলায় পৃষ্ঠপোষকতায় ছিলেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শাহরিয়ার হাসান সবুজ।
প্রধান অতিথি মো. আলমগীর সরকার বলেন, খেলাধুলা মানুষের জীবনে একটি প্রয়োজনীয় জিনিস। খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। তাই আমি যুবসমাজকে আহ্বান করবো দৈনন্দিন জীবনে খেলাধুলা চালিয়ে যেতে। তাহলেই অসামাজিক কাজ থেকে বিরত থাকা যাবে। এমন একটি টুর্নামেন্ট আয়োজন করায় তিনি সকলকে ধন্যবাদ জানান।