শনিবার, ০৫ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০১:০৯

ফরিদগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

৫১ পিস ইয়াবাসহ চরমথুরা গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
ফরিদগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

শুক্রবার (৪ জুলাই ২০২৫) ফরিদগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আরিফুর রহমান সরকার এবং এএসআই মো. জুয়েল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের চরমথুরা গ্রামে অভিযান পরিচালনা করেন।

অভিযানে দুইজনকে ৫১ পিস ইয়াবাসহ আটক করা হয়। অভিযানের সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তৎপর হয়ে চরমথুরা এলাকার নির্দিষ্ট একটি বাড়িতে হানা দেয়।

পুলিশ মিডিয়া, চাঁদপুর-এর তথ্য মতে আটককৃতরা হচ্ছে :

১। মো. হেলাল উদ্দিন (৫৬), পিতা-মৃত মো. আ. লতিফ ডিলার, মাতা-মৃত মোসা. ফাতেমা বেগম, গ্রাম : চরমথুরা (রাঢ়ী বাড়ি/মহিলা মেম্বার সুফিয়া বেগমের বাড়ি), ওয়ার্ড নং-০৯, ইউনিয়ন নং-০৯।

২। মো. শরীফ (২৮), পিতা-মৃত মোফাছ্ছর ছৈয়াল, সাং-চির্কা (ছৈয়াল বাড়ি), উভয়ই থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর।

তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়