প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০১:০৯
ফরিদগঞ্জে মাদকসহ গ্রেফতার ২
৫১ পিস ইয়াবাসহ চরমথুরা গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ

শুক্রবার (৪ জুলাই ২০২৫) ফরিদগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আরিফুর রহমান সরকার এবং এএসআই মো. জুয়েল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের চরমথুরা গ্রামে অভিযান পরিচালনা করেন।
|আরো খবর
অভিযানে দুইজনকে ৫১ পিস ইয়াবাসহ আটক করা হয়। অভিযানের সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তৎপর হয়ে চরমথুরা এলাকার নির্দিষ্ট একটি বাড়িতে হানা দেয়।
পুলিশ মিডিয়া, চাঁদপুর-এর তথ্য মতে আটককৃতরা হচ্ছে :
১। মো. হেলাল উদ্দিন (৫৬), পিতা-মৃত মো. আ. লতিফ ডিলার, মাতা-মৃত মোসা. ফাতেমা বেগম, গ্রাম : চরমথুরা (রাঢ়ী বাড়ি/মহিলা মেম্বার সুফিয়া বেগমের বাড়ি), ওয়ার্ড নং-০৯, ইউনিয়ন নং-০৯।
২। মো. শরীফ (২৮), পিতা-মৃত মোফাছ্ছর ছৈয়াল, সাং-চির্কা (ছৈয়াল বাড়ি), উভয়ই থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর।
তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
ডিসিকে/এমজেডএইচ