রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ফাউন্ডেশনটির টেকসই অস্তিত্ব প্রত্যাশা করি

অনলাইন ডেস্ক
ফাউন্ডেশনটির টেকসই অস্তিত্ব প্রত্যাশা করি

আমাদের সমাজে যে সকল পিতা/মাতা স্বীয় সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার চেয়েও সম্পদে-সামর্থ্যে বলীয়ান রেখে মারা গেছেন, তাদের আত্মার মাগফেরাত/শান্তি কামনার জন্যে একেবারে নগণ্য সংখ্যক সন্তানদের খুঁজে পাওয়া যায়। কেউ কেউ তো কুলখানি/চেহলাম/ শ্রাদ্ধ পালন করতে পারলেই হলো, তারপর পিতামাতাকে ভুলে যায় কিংবা ধূলির আস্তরণে তাদের স্মৃতিকে ঢেকে ফেলে। শতকরা প্রায় ৫জনও পিতামাতার মৃত্যুবার্ষিকী পালন করে বলে মনে হয় না। এ সংক্রান্ত কোনো পরিসংখ্যান আমাদের জানা নেই। যদি জানা থাকতো, তাহলে বলতে পারতাম, কতভাগ মরহুম/প্রয়াত পিতামাতার স্মরণ বা তাদের স্মৃতিতে সন্তানরা আন্তরিক বা সক্রিয়। চাঁদপুর জেলার দিকে যদি তাকাই, তাহলে নির্দ্বিধায় বলতে পারি, এ জেলার স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের অন্তত একভাগকেও তাঁদের মৃত্যুর পর তাঁদের সন্তানদের নিষ্ক্রিয়তার কারণে স্মরণ করা হচ্ছে না বা যাচ্ছে না। ফলে তাঁদের কেউ কেউ ইতিহাসে ঠাঁই পেলেও সাধারণ্যে হারিয়ে গেছেন যেন চিরতরে। আবার সমাজে ধনদৌলত, প্রভাব-প্রতিপত্তি ও খ্যাতি-পরিচিতিতে পিছিয়ে থাকা, তবে নীরবে নিভৃতে সফল পিতা বা মাতা হিসেবে নিজেদের প্রমাণ করে এগিয়ে থাকা কিছু মানুষ তাঁদের সুসন্তানদের কারণে মরে গিয়েও বেঁচে আছেন অমরত্বের মর্যাদায়। এমন দুষ্প্রাপ্য পিতামাতাদের দুজন হচ্ছেন আব্দুল গনি ও আয়েশা বেগম। জনাব আব্দুল গনি চাঁদপুরের ডব্লিউ রহমান জুট মিলে হিসাব রক্ষক পদে চাকুরি করতেন, আর তাঁর স্ত্রী আয়েশা বেগম ছিলেন গৃহবধূ। তাঁদের পাঁচ মেয়ে ও তিন ছেলের মধ্যে সবাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, সুশিক্ষায় প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলেছেন, যারা দেশে-বিদেশে পেশাগতভাবে সুপ্রতিষ্ঠিত। তাঁরা তাঁদের সফল পিতা ও মাতার নামে চাঁদপুরে গড়ে তুলেছেন গনি-আয়েশা ফাউন্ডেশন, যার মাধ্যমে তাঁরা জনকল্যাণমূলক নানা কাজ করে যাচ্ছেন। এ সংক্রান্ত সংবাদ মাঝেমধ্যে চাঁদপুর কণ্ঠে ছাপা হয়। যেমনটি ছাপা হয়েছে গত ১১ ডিসেম্বর।

‘গনি-আয়েশা ফাউন্ডেশনের শিক্ষা ভাতা প্রদান’ শিরোনামের সংবাদটিতে লিখা হয়েছে, গনি-আয়েশা ফাউন্ডেশন ঘোষিত মাসিক শিক্ষা ভাতার দুমাসের নগদ টাকা হস্তান্তর করা হয়েছে। ৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুরস্থ বাবুরহাট সরকারি শিশু পরিবার মিলনায়তনে সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব শেষে মেধাবী শিক্ষার্থী পুরাণবাজার ডিগ্রি কলেজে অনার্স (ইংরেজি) পড়ুয়া শিক্ষার্থী রহিমা আক্তারকে দুমাস (নভেম্বর ও ডিসেম্বর)-এর শিক্ষা ভাতা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, বাবুরহাট সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক আলপনা চাকমা, বাংলাদেশ প্রতিদিন ও একুশে টিভির জেলা প্রতিনিধি নেয়ামত হোসেনসহ শিশু পরিবারের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, গত ২১ আগস্ট গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে বাবুরহাট শিশু পরিবার মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সংক্রান্ত অনাড়ম্বর অনুষ্ঠানে সংস্থার সম্মানিত সদস্য ইংল্যান্ড প্রবাসী ব্যারিস্টার জাহানারা বেগম (বিথী) শিশু পরিবারের বাসিন্দা পুরাণবাজার ডিগ্রি কলেজে অনার্স (ইংরেজি) পড়ুয়া শিক্ষার্থী রহিমা আক্তারকে সেপ্টেম্বর মাস থেকে মাসিক শিক্ষা ভাতা প্রদানের ঘোষণা দেন। সেদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা উপ-পরিচালক রজত শুভ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খান, রেজিস্ট্রেশন অফিসার মনিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি কাজী শাহাদাত ও ইংল্যান্ড প্রবাসী ব্যাংকার সেকান্দর আলী গাজী।

গনি-আয়েশা ফাউন্ডেশন গঠিত হয়েছে ২০১৭ সালে। এরই মধ্যে তারা তাদের সামর্থ্যে কিছু উল্লেখযোগ্য ভালো কাজ করেছে। তারা ঘটা করে তাদের কাজগুলো করার চেয়ে টেকসই ফলাফলে মনোযোগী। তার দৃষ্টান্ত হচ্ছে একজন এতিম মেধাবী মেয়ে শিক্ষার্থীকে মাসিক শিক্ষাভাতা প্রদান। এই মেয়েটি শিক্ষাভাতার মতো প্রণোদনায় যদি একদিন ভালো ফলাফল করে এবং তারপর পেশাগতভাবে সফল হয়, তাহলে সেটা গনি-আয়েশা ফাউন্ডেশনের জন্যেও প্রণোদনায় বিষয় হয়ে দাঁড়াবে। তারা এমন ভালো কাজে আরো উদ্দীপ্ত হবে এবং ফাউন্ডেশনটিকে টেকসই করার তাগিদ অনুভব করবে। তারা সরকারের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন (রেজিস্ট্রেশন) চেয়েছে। তাদেরকে নিবন্ধন প্রদানে সমাজসেবা বিভাগও আন্তরিক বলে জানা গেছে। নির্দিষ্ট প্রক্রিয়া শেষে ফাউন্ডেশনটি নিবন্ধন পেয়ে যাক এবং টেকসই অস্তিত্বে বলীয়ান হোক--আমরা সে প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়