প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৯:৩৪
নন্দিতার মন

কাজী নজরুল ইসলাম নজু নন্দিতার মন
মাঝে মাঝে মনে হয়,
প্রেমিকার মন আসলে আকাশের মতোইÑ
একপলকে রোদ, পরমুহূর্তে অঝোর বৃষ্টি।
আমার নন্দিতা এমনই।
ওর হাসি যেন ফাল্গুনের হাওয়া,
আর অভিমানÑএকেবারে শ্রাবণের বৃষ্টি।
আমি ওর চোখে কখনো শিশির খুঁজি,
কখনো অস্থির ঝড়।
ওর মন পড়তে চাই, কিন্তু নন্দিতা বইয়ের পাতায় নয়,
সে এক অসমাপ্ত কবিতাÑযা শেষ হয়েও শেষ হয় না।
মাঝে মাঝে মনে হয়Ñ
নন্দিতার মন আসলে কোন ঋতুর?
শীতের মতো নরম, না কি বর্ষার মতো ভারী?
ওর চোখে জল জমে, আবার শুকিয়েও যায় এক নিমেষে।
কথার ফাঁকে লুকিয়ে থাকে ভালোবাসা,
আবার ক্ষণে ক্ষণে অভিমান ঝরে পড়তে চায়।
ওর হাসি রোদেলার মতো,
অভিমানটা ঠিক মেঘের ছায়া।
আমার নন্দিতাÑ
এক রহস্যময় আকাশ,
যাকে দেখে প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি।
নন্দিতার মন : এক দুপুরের আকাশ
নীরব, অথচ ভেতরে জমে থাকা শত গল্প।
একটুখানি রোদ দিলে হাসে,
আবার হঠাৎ মেঘে ঢাকা পড়ে যায় নিঃশব্দে।
আমি বুঝি না তার অভিমান,
তবুও তার প্রতিটি চুপ করে থাকা যেন
একটি অজানা কবিতার পঙ্ক্তি।
সে কখনো হাওয়ার মত ছুঁয়ে যায়,
আবার কখনো বালিশে মুখ লুকিয়ে কাঁদে।
নন্দিতা শুধু একটি নাম নয়Ñ
সে এক আবহাওয়া,
যাকে প্রতিদিন বুঝতে গিয়ে আমি নতুন করে হারিয়ে যাই।