শনিবার, ০৫ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৯:৩৬

বানর ও ইনা

অনলাইন ডেস্ক
বানর ও ইনা

আশরাফুজ্জামান কাজী রাসেল বানর ও ইনা

আম গাছেতে বানর মামা,

খাচ্ছে পাকা আম।

ইনা এসে বলছে মামা,

দাও না একটা আম।

একলা খেলে তোমার পেটে,

হবে যে অসুখ।

ডাক্তার ডেকে আনতে হবে,

থাকবে যে বেহুঁশ।

হঠাৎ করে বানর মামা,

মারলো ছুঁড়ে আম।

ঝাঁপিয়ে পড়ে ইনা রাজু,

কুড়িয়ে নিলো আম।

ছবি-২৬

মুহাম্মদ শাহিন

অন্যায়ের বিরুদ্ধে আমি

আমি আগুন! ধ্বংস করি জালিমের ঘর,

বাঁচতে পারবে না কোনো জালিমÑজীবনভর।

আমি সাইক্লোন! উড়িয়ে দিই অন্যায়ের ছায়া,

ভয় পাই না কারো রক্তচক্ষু, শক্তি আমার মায়া!

আমি ঝড়ের ভেতর ঘুম ভাঙানো গর্জন,

যার কণ্ঠে কাঁপে পাহাড়, পালায় শয়তান!

আমি বিদ্যুৎ, আমি বজ্র, আমি আগ্নেয় বল,

আমি প্রতিবাদÑআমি দাবানলের জল।

আমি পাতাল থেকে উঠে আসা কম্পন!

যার ভয়ে পালায় মানুষ ছেড়ে আপন জন।

আমি অতি বেগে ধেয়ে আসা ঝড়,

ভেঙে ফেলি সব অন্যায় অত্যাচারের ঘর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়