প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৯:৩৪
মনুষ্যত্বের জয়ধ্বনি

সুমন কুমার দত্ত মনুষ্যত্বের জয়ধ্বনি
জখমের আশ্রয়ে রক্তে ভেজা অভিশপ্ত বিছানা কাতর দেহে অসহ্য যন্ত্রণার গোঙানি, দেবীর বুক ছেঁড়া কাপড় হয় আহত পথিকের খণ্ড খণ্ড ব্যান্ডেজ।
মধ্যরাতের কুকুরগুলো তখনও ঘেউঘেউ করে আহত পথিকের রক্ত শুঁকে। অথচও পথিক নিশিরাণীর কোলে মায়ের পবিত্র আশ্রয় খোঁজে। সময় বরাবরই আমাদের নিয়ে রঙ খেলে, সময়ের প্রয়োজনেই।
অমাবস্যা ছেড়ে পূর্ণিমা প্রায় উঁকিঝুঁকি, ভোর সন্নিকটে। মধ্যরাতের সস্তা সাঁজ লেপ্টে গেছে মানবতার দুয়ারে।
দেহের নিলামে আজ খদ্দের নয়, হলো মনুষ্যত্বের জয়ধ্বনি।