শনিবার, ০৫ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৯:৩৬

ভিক্ষুকের কর্মব্যস্ততা

অনলাইন ডেস্ক
ভিক্ষুকের কর্মব্যস্ততা

এম আর এম শোভন ভিক্ষুকের কর্মব্যস্ততা

পূর্ব আকাশে সূর্য ওঠে প্রতিদিন, তীব্র কষ্ট যন্ত্রণায় কেটে যায়

একজন ভিক্ষুকের রাত ও দিন।

কিছু খাবার অথবা কিছু টাকার আশায়।

রাস্তাঘাটে হাট-বাজারে তাদের দিন ও রাত কেটে যায়।

অর্থ-সম্পদ বাড়ি-গাড়ি ভোগ বিলাসিতা কিছুই তো জোটে না

তাই তো পথই তাদের ঠিকানা।

কেউ দয়া করে কেউ করে না

কেউ আবার ঘৃণা প্রকাশে দূরে সরে যায় ওরা যে অদম্যÑসবাই তা জানে,

সংগ্রাম ও বাস্তবতা ওদের জীবন মানে।

ক্ষুধা ও দারিদ্র্যতা ঘোচাতে পারে না,

কর্মই ওদের পথ

ঐ পথই তাদের ঠিকানা।

ছবি-২৬

কাজী আজিজুল হাকিম নাহিন

শাপলা ফুল

পানির উপর ভেসে থাকে মসৃণ এক পাপড়ি সূর্যের আলোয় হাসি মেলে, আঁধারে খোঁয়ায় রূপ

ডোবা-বিলে-পুকুর জলে দেখা যায় তাকে শান্তির হাওয়া ভেসে আসে সব শ্রেণির বুকে

সাদাফুল-গোলপাতায় সবুজ রংয়ের ছোঁয়া জলের নিচে শেকড় তার, হৃদয়ে লাগে দোলা

গ্রামবাংলার ঐতিহ্যে ঘেরা পুষ্প প্রকৃতির সাথে মিশে সৃষ্টি করে নতুন সুসম্পর্ক

বৃদ্ধ থেকে শুরু করে সবার কাছে প্রিয় বর্ষাকালে হাট-বাজারে উপার্জনের অংশ

গোধূলি রংয়ে জলাধারে গোলাপির সাথে নরম হাওয়ায় ঢেউ খেলে নীলকমল বিলে

শাপলা তুলে, ডাঁটা খুলে রান্না করে নারী পাতে নিলে খায় সবাই, বড্ড উপকারী

এটি শুধু ফুল নয়, বাংলার প্রাণ জাতীয় ফুল হিসেবে রবে চির অম্লান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়