রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০০:০০

উদ্যোগটি ব্যয়বহুল নয়, ব্যঞ্জনা অনেক
অনলাইন ডেস্ক

সেন্টার ফর হিস্ট্রি এন্ড কালচারাল রিসার্চের উদ্যোগে বাবুরহাট স্কুলে রবীন্দ্রনাথ বিষয়ক তথ্যচিত্র স্থাপন করা হয়েছে। এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেন্টার ফর হিস্ট্রি এন্ড কালচারাল রিসার্চের উদ্যোগে বাবুরহাট হাই স্কুলে রবীন্দ্রনাথ বিষয়ক তথ্যচিত্র স্থাপন করা হয়েছে। গত ২ আগস্ট বুধবার এ তথ্যচিত্র স্কুল আঙ্গিনায় সাঁটানো হয়। জানা যায়, বাবুরহাট হাই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন সারদাচরণ দত্ত। তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরাগী ছিলেন। কবির সঙ্গে তাঁর পত্র যোগাযোগ ছিলো। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে পাঁচটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিগুলো থেকে ২টি চিঠি তথ্যচিত্রে উপস্থাপন করা হয়। এ কাজে সার্বিক সহযোগিতা করেছেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন। কাজটি সম্পর্কে লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বাবুরহাট স্কুলের প্রধান শিক্ষক সারদাচরণ দত্তের সুসম্পর্ক ছিলো। তাঁরা পরস্পরকে চিঠি লিখতেন। বাবুরহাট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা যেনো এই গৌরবময় ইতিহাস জানতে পারে সেজন্যে এই তথ্যচিত্র সাঁটানো হয়েছে। তথ্যচিত্র স্থাপন কাজের সহযোগী সংগঠন শহীদণ্ডসুরাইয়া ফাউন্ডেশন। জানা যায়, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কবি রবীন্দ্রনাথ তো হালের কবিদের মতো সাধারণ কোনো কবি নন, তিনি অসাধারণ এক কবি। সমকালে থেকে চিরকালকে জয় করা এক বিশ্বজয়ী কবি। জন্মের সার্ধশত বছর পরও যিনি অপ্রতিদ্বন্দ্বী তাঁর সাহিত্যসহ সামগ্রিক কর্মকীর্তিতে। যিনি প্রথম বাঙালি, যিনি বিশ্বের সবচে’ মর্যাদাপূর্ণ ও মূল্যবান নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁর সাথে আমাদের চাঁদপুরের বাবুরহাট স্কুলের কালজয়ী প্রধান শিক্ষক সারদাচরণ দত্তের ব্যক্তিগত সুসম্পর্ক তথ্যচিত্তে তুলে ধরার প্রয়াস মোটেও ব্যয়বহুল কাজ নয়। তবে উদ্যোক্তাদের সদিচ্ছা ও উদারচিত্ততায় অনেক ব্যঞ্জনায় সুধী-সজ্জন মানুষের কাছে সেটি প্রতিভাত হয়েছে বলে আমাদের বিশ্বাস। আমরা মনে করি, জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় কবি নজরুল ও বিশ্বকবি রবীন্দ্রনাথসহ আরো কিছু বরেণ্য মানুষের কম-বেশি স্মৃতিধন্য চাঁদপুরের জায়গাগুলো সেন্টার ফর হিস্ট্রি এন্ড কালচারাল রিসার্চ, শহীদণ্ডসুরাইয়া ফাউন্ডেশনের ন্যায় প্রতিষ্ঠান বা সংগঠন, সর্বোপরি পৌর কর্তৃপক্ষের উদ্যোগে তথ্যচিত্তে সকলের কাছে যদি উপস্থাপন করা যায়, তাহলে চাঁদপুরে আসা পর্যটকরা তো বটেই, একজন সাধারণ জেলাবাসীও নিজেকে শ্লাঘা বা গর্বে উজ্জ্বল করার আকর্ষণে ভুগবেন। এটা কম কিসে!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়