রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০

বিকেলটি ছিলো সত্যিই অনন্য অসাধারণ!
অনলাইন ডেস্ক

চাঁদপুর কণ্ঠ পাঠক ফোরামের ১০১৭তম সংখ্যা প্রকাশের দিনে গত শনিবার বিকেলে উদযাপন করা হয়েছে ১০০০তম সংখ্যাপূর্তির অনুষ্ঠান। অর্থাৎ চার মাস পর অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। দেরি হবার অজুহাতে পত্রিকা কর্তৃপক্ষ অনুষ্ঠানটি নাও করতে পারতো। কিন্তু বিভাগীয় সম্পাদক মুহাম্মদ ফরিদ হাসান নিজ উদ্যোগে স্পন্সর জোগাড় করে চাঁদপুর প্রেসক্লাব ভবনের তিনতলাস্থ মিলনায়তনে আয়োজন করেন ছিমছাম পরিচ্ছন্ন একটি অনুষ্ঠান। হলভর্তি সুশৃঙ্খল দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিনোদনমূলক না হলেও প্রধান অতিথির জ্ঞানগর্ভ বক্তব্যে বেশ উপভোগ্য হয়ে উঠে। সাহিত্যের ছাত্র, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ তাঁর বাচিক উৎকর্ষতায় এমন বক্তব্য উপস্থাপন করেছেন, যাতে প্রতিজন অংশগ্রহণকারী খুঁজে পেয়েছেন শোনার আনন্দ। ফলে অংশগ্রহণকারীদের অন্তত নব্বই শতাংশ অকপটে বলবেন, সেই বিকেলটা ছিলো সত্যিই কতোটা অনন্য ও অসাধারণ!

যে কোনো অনুষ্ঠানে যতো বড়ো জ্ঞানীই অতিথি বা বক্তা হিসেবে উপস্থিত থাকেন না কেন, তিনি যদি মনোযোগী ও সুশৃঙ্খল শ্রোতাণ্ডদর্শকদের উপস্থিতি টের না পান, সুন্দর পরিবেশ না পান, তাহলে তিনি তাঁর বক্তব্য সঠিকভাবে, বিশেষ করে স্বীয় সন্তুষ্টিতে উপস্থাপন করতে পারেন না। বোধকরি গত শনিবার ( ১৫ জুলাই ২০২৩) জনাব বশির আহমেদ চাঁদপুর কণ্ঠের পাঠক ফোরামের অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য উপস্থাপনের এমন আনুকূল্য পেয়েছিলেন, যাতে অংশগ্রহণকারী সকলের মাঝে মন্ত্রমুগ্ধতা সঞ্চারিত হয়। আর সে কারণে গেল শনিবারে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কাটানো বিকেলটিকে ভবিষ্যতে স্মরণের আভরণে সযতনে লালন করবেন অনেকে।

চাঁদপুর কণ্ঠে প্রতি সপ্তাহের প্রায় প্রতিদিন বিষয়ভিত্তিক কিছু পাতা প্রকাশিত হয়। সব পাতাই প্রকাশের ধরণ বিবেচনায় টেকসই নয়। কোনোটি সাময়িক, কোনোটি সম্পূর্ণ নিয়মিত, কোনোটি বৈচিত্র্যপূর্ণ, কোনোটি নিতান্তই গতানুগতিক, আবার কোনোটি ধারাবাহিকতা রক্ষায় বিরল রেকর্ডের অধিকারী। সবশেষে উল্লেখিত বৈশিষ্ট্যের পাতাটির নামই হচ্ছে পাঠক ফোরাম। এটি হাজারতম সংখ্যা অতিক্রম করে ইতিমধ্যে আরো ১৭টি সংখ্যা প্রকাশ করেছে। এমন রেকর্ড চাঁদপুর জেলা কেন, সন্নিহিত জেলাগুলোর পত্রিকাগুলোর মধ্যে চাঁদপুর কণ্ঠ ছাড়া অন্য কোনো পত্রিকার আছে বলে আমাদের জানা নেই। দীর্ঘদিন ধরে এ পাতাটি সম্পাদনা করছেন মুহাম্মদ ফরিদ হাসান, যিনি একাধারে কবি, প্রাবন্ধিক ও গবেষক। তাঁর পরিচিতির বলয় এখন আর নিজ জেলা চাঁদপুরে শুধু সীমাবদ্ধ নেই। তিনি দেশের সাহিত্যবোদ্ধা ও সুধী পাঠক মহলে ইতিমধ্যে অনেক সমাদৃত হয়ে গেছেন। তিনি একজন সাহিত্য সংগঠক হিসেবেও স্বীয় দক্ষতার পরিচয় দিয়ে চলছেন। পাঠক ফোরামের ১০০০তম সংখ্যাপূর্তি উদযাপনসহ সাম্প্রতিক সময়ে তাঁর পরিকল্পনায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানই তার প্রমাণ।

চাঁদপুর জেলায় সাহিত্য একাডেমী সহ বহু সাহিত্য সাংস্কৃতিক সংগঠন সাহিত্য চর্চা ও সাহিত্যের উন্নয়নে কম-বেশি কাজ করছে। তার পাশাপাশি ১৯৯৯ সালের ৩১ জানুয়ারি থেকে গত প্রায় ২৪ বছর ধরে দৈনিক চাঁদপুর কণ্ঠ সম্পূর্ণ নিয়মিতভাবে পাঠক ফোরাম প্রকাশ করে সৃষ্টি করেছে অসংখ্য লেখক, যারা আজ সাহিত্য জগতে শুধু আশানুরূপ নয়, আশাব্যঞ্জক প্রতিষ্ঠা পেয়েছে। তাদের কারণে দেশের জেলাগুলোর মধ্যে সাহিত্য-সমৃদ্ধি বিবেচনায় চাঁদপুরের রয়েছে আলাদা পরিচিতি। এটা কম কিসে! আমরা চাঁদপুর কণ্ঠ পাঠক ফোরামের বৈচিত্র্যপূর্ণ ধারাবাহিক প্রকাশনায় মুহাম্মদ ফরিদ হাসান সহ তাঁর পূর্বসূরি বিভাগীয় সম্পাদকদের অবদান এবং পাঠক-লেখকদের অকুণ্ঠ সমর্থন-সহযোগিতা অকপটে স্বীকারসহ অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়