মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৩:০৪

বাংলাদেশের বিচারকদের ভারত প্রশিক্ষণ বাতিল : সার্বভৌমত্ব না, নাকি অন্য কারণ?

মো. জাকির হোসেন
বাংলাদেশের বিচারকদের ভারত প্রশিক্ষণ বাতিল : সার্বভৌমত্ব না, নাকি অন্য কারণ?

বাংলাদেশের ৫০ জন বিচারকের ভারতে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৫ জানুয়ারি ২০২৫ তারিখে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রাথমিকভাবে, আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে এই প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এই অনুমতি বাতিল করেছে। এই প্রশিক্ষণ কর্মসূচি ২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে, বেশ কয়েকজন বিচারক এই কর্মসূচির আওতায় ভারতে প্রশিক্ষণ নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে আলোচনা ও সমালোচনা চলছিল। কিছু ব্যবহারকারী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, এই প্রশিক্ষণ বিচারকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশনার ভিত্তিতে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এই সিদ্ধান্তের পেছনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়