প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০০:০০
চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
সরকারের ফাঁদে পা না দিয়ে দেশ, সার্বভৌমত্ব, ইসলাম রক্ষায় জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ান
----------ড. মোহাম্মদ রেজাউল করিম
ড. মোহাম্মদ রেজাউল করিম সকল শ্রেণির নাগরিকদের সরকারের ফাঁদে পা না দিয়ে দেশ, সার্বভৌমত্ব, ইসলাম রক্ষায় জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরো বলেন, আমাদের শহীদদের ফাঁসির টাইম ঠিক করে দেওয়ার পরেও নিজামী, মুজাহিদরা ছিলেন হযরত ইব্রাহিম ও ইসমাইল (আঃ)-এর মতো অবিচল। তাঁদের থেকে শিক্ষা নিয়ে সংগঠনের কর্মীদের ইব্রাহিমের মতো বাবা, ইসমাইলের মতো ছেলে এবং হাজেরার মতো মা হওয়ার আহ্বান জানান। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্যে জামায়াতের কর্মীদেরকে ইব্রাহীম (আঃ)-এর মতো পরিবার ও ছেলেসন্তান গড়ে তুলতে হবে। গতকাল ২৯ জুন শনিবার চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারী ঢাকা মহানগর উত্তর ড. মোহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা যখন ঈদ উদযাপন করছি তখন গাজা, ফিলিস্তিনের মানুষ, শিশুরা আর্তনাদ করছে। শাহাদাতকামী মানুষের সামনে ফিলিস্তিনবাসী দৃষ্টান্ত স্থাপন করছে। তিনি এ দেশের মানুষকেও স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামকে টিকিয়ে রাখার জন্যে ফিলিস্তিনের মতো দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান।
তিনি বলেন, নিজামী, মুজাহিদ, সাঈদীরা সততা এবং নিরহংকার জীবনের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার কৃতিত্ব জামায়াত এবং শিবিরের। জামায়াত নেতাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই সরকার তাদের ফাঁসি কার্যকর করেছে।
তিনি বলেন, ১৪০০ বছর আগে কুরআন এবং হাদীসে যা বলা হয়েছে তার সত্যতা পেয়ে বিজ্ঞানী এবং ডাক্তাররা দলে দলে ইসলাম গ্রহণ করছে।
তিনি ডারউইন তত্ত্বের সমালোচনা করে বলেন, ডারউইন হলেন পৃথিবীর নিকৃষ্ট মিথ্যাবাদী। সরকার ডারউইন তত্ত্ব, মদ, জুয়া, ট্রান্সজেন্ডার ইত্যাদির মাধ্যমে এদেশের যুব সমাজকে ধ্বংস করতে চায়।
চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডঃ শাহজাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওঃ আব্দুর রহিম পাটওয়ারী, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওঃ বিল্লাল হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডঃ মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারী অ্যাডঃ শাহজাহান মিয়া, অধ্যাপক আবুল হোসাইন, অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, অধ্যক্ষ হারুন অর রশিদ, শহর জামায়াতে নেতা সাইফুল ইসলাম সবুজ, শিবিরের সভাপতি ওমর ফারুক, শ্রমিক নেতা আঃ হাই লাভলু, জামায়াত নেতা অ্যাডঃ মামুন হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, সরকার একই সাথে শিক্ষানীতি, সংস্কৃতি, অর্থনীতি ধ্বংস করছে। তিনি বলেন, জামায়াতের তৈরি ইসলামী ব্যাংক উপমহাদেশের সেরা ব্যাংক ছিলো, সরকার তা লুটপাট করছে। তিনি বেনজির ও আজিজের সমালোচনা করে বলেন, মানুষের হাত থেকে বাঁচতে পারলেও আল্লাহর হাত থেকে বাঁচতে পারবেন না। আলেমণ্ডওলামাসহ সকল শ্রেণির নাগরিকদের সরকারের ফাঁদে পা না দিয়ে দেশ, সার্বভৌমত্ব, ইসলাম রক্ষায় জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, একজন জামায়াত কর্মী বেঁচে থাকা পর্যন্ত জালিমের কাছে মাথানত করা হবে না।
তিনি জামায়াত কর্মীদের সততা, তাকওয়া ও মুহাম্মদ (সাঃ)-এর আদর্শের আলোকে জীবন গড়ার এবং ইনসাফপূর্ণ জমিন প্রতিষ্ঠায় সকলের সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।