প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ২১:৩১
চাঁদপুরে হেফাজত ইসলামের আলোচনা সভা ও ইফতার মাহফিল
ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত এদেশে তাদেরকে রাজনীতি করতে দেয়া যাবে না : মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ রমজান সোমবার (১৭ মার্চ ২০২৫) বাদ আসর চাঁদপুর প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক ও ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং জেলার শীর্ষ আলেম-ওলামা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
এ সময় তিনি বলেন, ১৭ বছরে স্বৈরাচারী সরকারের সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে হেফাজতে ইসলাম। এক শাপলা চত্বরের ঘটনা ইতিহাসে নিকৃষ্টতম উদাহরণ। আমাদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে, সেটি অন্য কারো ওপর হয়নি। তাই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে এদেশে রাজনীতি করতে দেয়া যাবে না। জুলাই বিপ্লবে আমাদের সন্তানদের যারা গণহত্যা চালিয়েছে, শেখ হাসিনাসহ সে সকল অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, ইসলামী রাষ্ট্র গঠনে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলামী দেশ গঠনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ তৈরি হবে। ক্ষমতার লোভে কেউ যদি ইসলামকে ব্যবহার করে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, শক্ত হাতে হেফাজত তা মোকাবেলা করবে।
তিনি বলেন, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে দেশের সকল ইসলামী শক্তি মুসলমানসহ সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই । হেফাজতে ইসলাম কারো ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার হবে না। আগামীদিনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ইসলামী দলসহ সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে। যে কোনো সংকট মুহূর্তে দেশের স্বার্থে ও ইসলামের স্বার্থে অভিভাবকের ন্যায় ভূমিকা পালন করে আসছে। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল ইসলামিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও প্রফেসর আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন জিহাদী, জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা জামায়াতের নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল।
বক্তারা বলেন, হেফাজতে ইসলাম যদিও রাজনৈতিক দল না, তবে সকল রাজনীতি দলের অভিভাবক। যেহেতু এদেশের প্রতিটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা মুসলিম, সেহেতু এ দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে কোনো বাধা থাকার কথা না। এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হলে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমরা যেভাবে এক কাতারে বসে ইফতারে অংশগ্রহণ করেছি, আগামীতে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলার সহ-প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি নূরে আলম, পৌর শাখার সহ-সভাপতি মাওলানা ইয়াসিন, হাজীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোস্তফা হাবিব, কচুয়া উপজেলার সেক্রেটারি মুফতি শাহজালাল প্রমুখ।
উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মুফতি শাহাদাত হোসেন কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমেদ, মুফতি আবুল কালাম, প্রচার সম্পাদক হাফেজ রশিদ আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, জেলা ইমাম পরিষদের কোষাধ্যক্ষ মুফতি জাফর আহমেদ, হেফাজতে ইসলাম চাঁদপুর পৌর শাখার সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা তারেক হাসান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা জসিম মাহাদী, অর্থ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি শহীদুল্লাহ, সদর উপজেলার সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মুফতি আশেক এলাহী, সহ-প্রচার সম্পাদক হাফেজ কারী শরিফুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা নেছার আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ইফতারপূর্ব দোয়া ও মোনাজাতে দেশ এবং দেশের মানুষের কল্যাণে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।