রবিবার, ৩১ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৫:৩৯

হাইমচরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
হাইমচরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাইমচরে বাংলাদেশ সেনাবাহিনী ও হাইমচর থানা পুলিশের যৌথ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট ২০২৫) দক্ষিণ আলগী গ্রামস্থ ইব্রাহিম ভূঁইয়া বাড়ি জামে মসজিদের সামনে পাকা রাস্তা থেকে মো. জসিম উদ্দিন ভূঁইয়া ওরফে কানা জসিম (৪০) (পিতা-আনোয়ার হোসেন, মাতা-সেলিনা বেগম, সাং-দক্ষিণ আলগী ভূঁইয়া বাড়ি, ৪নং ওয়ার্ড, ৩নং দক্ষিণ আলগী দূর্গাপুর ইউনিয়ন, থানা-হাইমচর, জেলা- চাঁদপুর)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাইমচর থানায় এফআইআর নং-১৮, তারিখ-৩১ আগস্ট ২০২৫; জি.আর. নং-১৫২, তারিখ-৩১ আগস্ট ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পরে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

চাঁদপুর জেলা পুলিশের মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়