প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩
মেঘনার রূপ

মেঘনার রূপ সুনির্মল দেউরী
এই মেঘনা কতো না স্মৃতির তরঙ্গ
ভাসিয়ে নেয় অজানায় দূরদূরান্ত।
কখনো দেখেছি তাকে মায়াময় শান্ত
কখনো বা উত্তাল ফুলেফেঁপে অশান্ত।
কভু হই আতঙ্কিত এই বুঝি ঢেউয়ে ডুবি
প্রায়শ মাতাল হাওয়া উৎফুল্ল হই খুবই।
শরিয়তপুর চাঁদপুর মাঝে মেঘনা বয়
দু পাড়ের জনপদের মেঘনাই আশ্রয়।
এক পাড়ে চর জাগে অন্য পাড়ে ভাঙ্গন
হাসি যত ফুটে মুখে ঢের বেশি কাঁদন।
জেলেরা মাছ ধরে, ধরা পড়ে ইলিশ
মেঘনা সদয় হলে থাকে না নালিশ।
দেশী-বিদেশী জাহাজ চলে অবিরত
ছোট-বড় জলযান ছোটে শত শত।
জলপথে বাণিজ্য ও যাতায়াত কল্পে
অসংখ্য দুঃখ গাথা রচে জীবনে গল্পে।
এঁকেবেঁকে বয়ে চলা মেঘনা স্রোতস্বিনী
বাংলার দেহ মাঝে ঠিক যেন ধমনী।
কার্যসূত্রে মেঘনা পাড়ি দেই বহুবার
ভিন্ন সাজে মেঘনার রূপ দেখি প্রতিবার।