সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ও কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ও কর্মশালা

ক্যাপশন : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-তে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার অ্যান্ড ওয়ার্কশপ’-এর অধিবেশন পরিচালনা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এআই ইঞ্জিনিয়ার ও ডিআইইউ সিএসই বিভাগের প্রাক্তন ছাত্র ইসরাফিল মাসুম।

রোববার (৩১ আগস্ট ২০২৫) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আমিনুল ইসলাম হলে অনুষ্ঠিত হয় ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার অ্যান্ড ওয়ার্কশপ’ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিলো এআই-চালিত বিশ্বের সুযোগ ও চ্যালেঞ্জগুলোর জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এআই ইঞ্জিনিয়ার এবং ডিআইইউ সিএসই বিভাগের প্রাক্তন ছাত্র ইসরাফিল মাসুম

|আরো খবর

এই কর্মশালাটি শিক্ষার্থীদের ব্যবহারিক, বিশ্বব্যাপী প্রাসঙ্গিক এবং ভবিষ্যৎমুখী করে তোলার জন্য তৈরি করা হয়। এতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ-প্রমাণ কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতা, বাস্তব-বিশ্বের অ্যাপ্লিকেশন ও সরঞ্জামগুলোর সাথে পরিচিত হয়। পাশাপাশি আন্তর্জাতিক উচ্চশিক্ষার জন্য একটি কাঠামোগত রোডম্যাপ প্রদান করা হয়।

কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা বৃত্তি, ঝঙচ লেখা এবং বৈশ্বিক শিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় কৌশল শেখে। সঠিক মানসিকতা গঠনে এটি বিশেষ ভূমিকা রাখে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডিন ইনচার্জ অধ্যাপক ড. বিমল চন্দ্র দাস, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী এবং অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ। তাঁরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নতির জন্য এমন সুযোগ গ্রহণে উৎসাহিত করেন।

কর্মশালাটি অংশগ্রহণকারীদের তাদের শিক্ষাগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভবিষ্যতের নেতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে অনুপ্রাণিত করে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়