প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬
মুহাম্মদ জাকির হোসেনের কবিতা
বিচ্ছিন্ন অবিচ্ছিন্নতা
তাঁর থেকে বিচ্ছিন্ন ও শান্টেড হয়ে
তুমি কী পাও
সম্ভবত পাও শূন্যের সাথে শূন্য যোগ করা
এক অর্থহীন যোগফল
মূল থেকে ভিন্ন-ছিন্ন ও কেন্দ্রাতিগ হয়ে
আর কত থাকবে বিচ্ছিন্ন ভগ্নাংশে
বেদখল হয়ে আর কত থাকবে
আত্মস্বত্বহীন, পাঠ্যহীন?এর চেয়ে বরং তাঁকে আঁকড়ে থাকো
চুম্বকের মতো প্রাবল্যে
অখণ্ড সান্নিধ্যে
সমর্পিত থাকো তাঁর কৈবল্যে
তাঁর গ্রাহ্য-কারুণ্য পেতে
তাঁকে দিয়ে দাও তোমার মূল্য অমূল্য সব কিছুজীবস্বত্ব ও জীবমূল্য তুচ্ছ করে
বরং থাকো ঊর্ধ্বমুখী, একমনা একজনা
থাকো পাগলের মতো ক্রমায়ত
অন্ত্য আনমনা।
মুহাম্মদ জাকির হোসেন : কবি। সিনিয়র সাংবাদিক।
মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের
সহকারী অধ্যাপক (পিআরএল)।
৩১৯, দক্ষিণ কলাদী, মতলব দক্ষিণ, চাঁদপুর
২৫ আগস্ট ২০২৫ খ্রি.