রবিবার, ৩১ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৪:২১

পায়ে হেঁটে চাঁদপুর জেলার তিন রোভারের ১৫০ কিমি পরিভ্রমণে যাত্রা

পায়ে হেঁটে চাঁদপুর জেলার তিন রোভারের ১৫০ কিমি পরিভ্রমণে যাত্রা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট

'মাদককে না বলো, নিজেকে ভালোবাসো' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভারের তিনজন রোভার ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে ‘পরিভ্রমণ-২০২৫' যাত্রা শুরু করেছে।

রোববার (৩১ আগস্ট, ২০২৫) রোববার সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই যাত্রার শুভ উদ্বোধন করা হয়।

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটের সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা রোভার স্কাউটের কমিশনার ও পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লেফ. মো. শোয়ায়েব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর-এর সহকারী অধ্যাপক (আইসিটি) ও জেলা রোভার সম্পাদক রোটা. মো. ফয়সাল আহম্মেদ ফরাজী, চাঁদপুর সরকারি কলেজের রোভার স্কাউট লিডার মো. মহিউদ্দিন এবং জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিভ্রমণে অংশগ্রহণকারী রোভাররা হলেন : রোভার সাইফুল ইসলাম, সেবা স্তর, চাঁদপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, রোভার মো. রনি মাল, সেবা স্তর, চাঁদপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এবং রোভার মো. নাজমুল হাসান নাহিদ, প্রশিক্ষণ স্তর, পুরাণবাজার ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ।

রোভারদের এই যাত্রা চলবে ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। যাত্রার মূল উদ্দেশ্য হলো 'মাদককে না বলো, নিজেকে ভালোবাসো' বার্তা ছড়িয়ে দেওয়া, শারীরিক ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি করা এবং ভ্রাতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলা। এই তিন রোভার স্কাউট আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে তাদের গন্তব্য চট্টগ্রাম মীরসরাই বাজারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

রোভার স্কাউটিংয়ের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস) অর্জনের জন্যে সেবাস্তরের রোভারদের অন্তত একটি পরিভ্রমণ সম্পন্ন করতে হয়। যার শর্ত অনুযায়ী পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার, নৌকাযোগে ৩০০ কিলোমিটার বা সাইকেলযোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়।

চাঁদপুর জেলা রোভার স্কাউটসের আয়োজিত 'পরিভ্রমণ-২০২৫' সফলভাবে সম্পন্ন হলে অংশগ্রহণকারী রোভাররা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়