প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১
চাঁদপুর সাহিত্য পরিষদের শিল্পবৃত্তি প্রদান

চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মুরাদ হোসেন চমৎকার ছবি আঁকে। তার প্রতিভা বিকাশে সৌহার্দ্যের হাত বাড়িয়ে এগিয়ে এলো চাঁদপুর সাহিত্য পরিষদ। মেধাবী এই শিক্ষার্থীকে শিল্পবৃত্তি দিয়ে উৎসাহিত করা হয়েছে। এ বৃত্তির আওতায় সে একবছর আনন্দধ্বনি সঙ্গীত শিক্ষায়তনে ছবি আঁকা শিখবে।
|আরো খবর
উল্লেখ্য, গত ১৪ আগস্ট ২০২৫ তারিখে মুরাদকে আনন্দধ্বনিতে ভর্তি করানো হয়। এ সময় আনন্দধ্বনির অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারী উপস্থিত ছিলেন।