সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫

নব দিগন্ত গড়বে পথ, তারুণ্য চেতনায় করব শপথ' স্লোগানে নতুন সংগঠনের যাত্রা

মতলব উত্তরে নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

ছবি : মতলব উত্তরে নব দিগন্ত ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন অতিথিবৃন্দ।

নব দিগন্ত গড়বে পথ, তারুণ্য চেতনায় করব শপথ'— এই স্লোগানকে ধারণ করে মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের এইচএসসি ২০২৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের দ্বারা গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ আগস্ট ২০২৫) সকালে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের পুরানো ভবনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উল্লাহ, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক ও মতলব বার্তার নির্বাহী সম্পাদক এবং চাঁদপুর টিভির চেয়ারম্যান আল আমীন পারভেজ, ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন, আইসিটি প্রভাষক সমীর ঘোষ এবং শিক্ষক মাকসুদুর রহমান।

তরুণ সংগঠক ও জনপ্রিয় ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হাসান রোকন সরকার, ইউনাইটেড ক্লাবের উপদেষ্টা সোহেল মুন্সি, সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবের সদস্য ইমন খান, নিশ্চিন্তপুর সূর্য তরুণ ক্লাবের প্রতিষ্ঠাতা আবুল কাশেম মুন্সি, পদুয়া ব্লাড ডোনার ক্লাবের সভাপতি শাহাদাত এবং মেডিফাস্ট মেডিকেল সার্ভিসের সিনিয়র ইনচার্জ পাখি আক্তার।

অনুষ্ঠানে নব দিগন্ত ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আশিকুল ইসলাম, মেরাজ উদ্দিন শুভ, ছাব্বির হোসেন ও মোহসেনা আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন বই ঘর লাইব্রেরির স্বত্বাধিকারী ও বিশিষ্ট ক্রীড়া ধারা ভাষ্যকার মোসলেম উদ্দিন শিপন।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন নিশ্চিন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ইমাম হোসেন মোস্তাফি। পরে অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা একসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্য দিয়ে নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধনী সম্পন্ন হয়।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়