রবিবার, ৩১ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২:৩৫

পুরাণবাজারে পৌরসভার ময়লা ফেলার স্থানটি পাকা করে দিয়েছে 'ক্লিন চাঁদপুর'

অনলাইন ডেস্ক
পুরাণবাজারে পৌরসভার ময়লা ফেলার স্থানটি পাকা করে দিয়েছে 'ক্লিন চাঁদপুর'

চাঁদপুর শহরের অতি পরিচিত মুখ অ্যাড. নূরুল আমিন খান আকাশের নেতৃত্বে 'ক্লিন চাঁদপুর' জনস্বার্থে আরেকটি মহতী উদ্যোগ নিয়েছে। চাঁদপুর চেম্বার ভবন ও পুরাণবাজার বড় মসজিদ সংলগ্ন অটো স্ট্যান্ড এলাকার ময়লা ফেলার স্থানটির ফ্লোর পাকা করে দিয়েছে তার নেতৃত্বে ক্লিন চাঁদপুর-এর স্বেচ্ছাসেবী টিম। শনিবার (৩০ আগস্ট ২০২৫) ক্লিন চাঁদপুরের প্রায় ১০ থেকে ১৫ জন স্বেচ্ছাসেবক স্বেচ্ছশ্রমে খোলামেলা ময়লা ফেলার জায়গাটি সংরক্ষণ করে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দেন। যাতে ঘনবসতিপূর্ণ ওই এলাকার মানুষজন এবং বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের দুর্গন্ধময় পরিবেশের মধ্যে থাকতে না হয়। এতে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা ব্যয় করা হয় সংগঠনের পক্ষ থেকে। এ কাজটির পাশাপাশি সেখানে বাজার করতে আসা সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বড় আকারের গর্তটিতেও ট্রাক ভর্তি রাবিশ ফেলা হয়েছে।

চাঁদপুর পৌর কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় জনবহুল এ এলাকা ময়লা আবর্জনায় দুর্গন্ধময় একটি জায়গায় পরিণত হয়।

উল্লেখ্য, ছোট্ট শহর চাঁদপুর। এই শহরকে সুন্দর রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ময়লা-আবর্জনা যেখানে সেখানে ফেলা, মশক নিধনসহ জনসচেতনতামূলক ধারাবাহিক অনেক কাজ করে যাচ্ছে অ্যাড. আকাশের 'ক্লিন চাঁদপুর'।তিনি নিজেও সশরীরে এসব প্রশংসনীয় কাজে শ্রমিকের ন্যায় স্বেচ্ছাশ্রম দিচ্ছেন।

ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়