রবিবার, ৩১ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৩:০২

সৌদি আরব ফেনী প্রবাসী ফোরামের নবগঠিত কমিটির অভিষেক ও মিলন মেলা

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব থেকে
সৌদি আরব ফেনী প্রবাসী ফোরামের  নবগঠিত কমিটির অভিষেক ও  মিলন মেলা

সৌদি আরব ফেনী প্রবাসী ফোরামের ২০২৫-২০২৬ নবগঠিত কমিটির অভিষেক ও ফেনী প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সৌদি আরব ফেনী প্রবাসী ফোরামের সভাপতি মো. মাজহারুল ইসলাম শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ড. মীর এম এ হাসান। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সেলিম, সিনিয়র সহ-সভাপতি জহির উদ্দিন মনির, সাবেক সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারী, প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আনোয়ার সহ সৌদি আরব ফেনীর সর্বস্তরের প্রবাসীরা।

অনুষ্ঠানে প্রবাসী নেতৃবৃন্দ ফেনী প্রবাসী ফোরামের ঐক্য ও ভ্রাতৃত্ব সুদৃঢ় করার আহ্বান জানান এবং প্রবাসীদের কল্যাণে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় র‍্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় প্রবাসীদের সুখ-দুঃখ তুলে ধরার লক্ষ্যে রিয়াদ বাংলাদেশ থিয়েটার মঞ্চস্থ করে নাটক 'রেমিট্যান্স যোদ্ধা'।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়