রবিবার, ৩১ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২:৪৬

ফরিদগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।
ফরিদগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদগঞ্জ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট ২০২৫) নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আরিফুর রহমান সরকার, এএসআই (নি.) মো. ছগির হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় পশ্চিম আলোনিয়া গ্রামের বাসিন্দা মো. রুবেল (৩২) (পিতা-আবদুর রশিদ, মাতা-নাজমা বেগম)কে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, ধৃত রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ডিএমপি’র যাত্রাবাড়ী থানায় পূর্বে দায়ের করা এফআইআর নং-৯০/১১৭০, তারিখ ২৪ অক্টোবর ২০১৮, ধারা- ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭২/১০৯ পেনাল কোড-এ একাধিক মামলা রয়েছে।

চাঁদপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়