প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৩:০০
আইটি কম্পিউটার সিটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শনিবার (৩০ আগস্ট ২০২৫) আইটি কম্পিউটার সিটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সনদ বিতরণী অনুষ্ঠান চাঁদপুরের বাসস্ট্যান্ড সংলগ্ন ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন মিলন, সম্পাদক, দৈনিক মেঘনা বার্তা। প্রতিষ্ঠানের পরিচালক সাইফুল ইসলাম নিরবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মো. হারুনুর রশিদ চৌধুরী, অধ্যক্ষ, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক, আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ। এছাড়া বক্তব্য রাখেন গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষক রাহাত আহমেদ, ইমরান আহমদ, মাহবুব বিন মোমান, জাহিদুল ইসলাম এবং তাসনিমুল হাসান রিফাত সহ সফল ফ্রিল্যান্সার শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষপর্বে সফল ফ্রিল্যান্সারদের মাঝে সম্মাননা ক্রেস্ট এবং ১০৪ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ১৯ বছর ধরে আইটি কম্পিউটার সিটি দেশে দক্ষ জনশক্তি তৈরি ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।