রবিবার, ৩১ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০২:০৮

সাহসী সাংবাদিক পুরস্কার পেলেন শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বাংলাদেশ পরিক্রমার স্টাফ রিপোর্টার

২৪ এর গণ-অভ্যুত্থানে অবদান রাখায় সাহসী সাংবাদিক ফয়সাল হোসেনকে সম্মাননা

আব্দুল মান্নান সিদ্দিকী
২৪ এর গণ-অভ্যুত্থানে অবদান রাখায় সাহসী সাংবাদিক ফয়সাল হোসেনকে সম্মাননা

স্মৃতি বিজড়িত এক গণ-অভ্যুত্থান ছিল ২০২৪ সালের জুলাই আন্দোলন। কমলমতি ছাত্র-ছাত্রীদের হাত ধরে দেশের অঙ্গনে শেষ হয়েছিল এক কালো অধ্যায়ের, আর সূচনা হয়েছিল বাংলাদেশে এক নতুন দিগন্তের। সেই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি সাহসী ভূমিকা রেখেছিলেন গণমাধ্যম কর্মীরাও।

এই অবদানের স্বীকৃতি হিসেবে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বাংলাদেশ পরিক্রমা পত্রিকার স্টাফ রিপোর্টার ফয়সাল হোসেন “সাহসী সাংবাদিক” পুরস্কারে ভূষিত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কবি নজরুল সরকারি কলেজের অডিটোরিয়ামে কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে “২৪ এর গণ-অভ্যুত্থানে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আতিক হাসান শুভ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বাইজীদ হোসেন সা’দ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. দেলাওয়ার হোসেন এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপদেষ্টা মাঈন উদ্দিন আরিফ।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক এবি এম আশরাফ উদ্দিন নিজান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা আলী আজম ও যায়েদ হোসেন মিশু, মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “২৪ এর গণ-অভ্যুত্থান শুধু রাজনৈতিক বিজয় নয়, বরং সাংবাদিকতা, গণমাধ্যমের নির্ভীকতা ও জনগণের ঐক্যের উজ্জ্বল দলিল।” সাহসী সাংবাদিক ফয়সাল হোসেনের সম্মাননা প্রমাণ করে যে গণমাধ্যম শুধু খবর পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গণমানুষের মুক্তির সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়