বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩২

চাঁদপুর জেলা পূজা পরিষদের বিনম্র কৃতজ্ঞতা

অনলাইন ডেস্ক
চাঁদপুর জেলা পূজা পরিষদের বিনম্র কৃতজ্ঞতা

শিক্ষা ও সংস্কৃতির অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। গত সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) ব‍্যাপক উৎসাহ-উদ্দীপনায় সারাদেশের মতো চাঁদপুরেও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ উৎসবটি সাড়ম্বরে উদযাপিত হয়েছে। এ পূজায় মূলত শিক্ষার্থীরাই উপবাস পালন করত বিদ‍্যা লাভের প্রার্থনায় দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

চাঁদপুরে প্রায় সার্ধশতাধিক মন্দির এবং অস্থায়ী মণ্ডপে আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে শ্রীশ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

ভক্ত, দর্শনার্থীদের পদচারণায় মুখরিত পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।

নতুন বাজার, পুরাণ বাজারের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে দুজনই হরিসভা মন্দিরে এসে পূজারী ভক্তবৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র সাহা, পৌর সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, জেলা জন্মাষ্টমী পরিষদ সাধারণ সম্পাদক কার্তিক সরকার প্রমুখ।

চাঁদপুর জেলায় শ্রীশ্রী সরস্বতী পূজা সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বান্তকরণে সহযোগিতা করেছেন জেলা প্রশাসক মোহাম্মাদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, এনএসআই, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চাঁদপুর প্রেসক্লাব, পিডিবি, জেলা শিক্ষা অফিসার এবং সকল ধর্মাবলম্বী চাঁদপুরবাসী।

জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ সুষ্ঠুভাবে সরস্বতী পূজা সম্পন্ন করতে সহযোগিতা করায় তাঁদের সকলকে সবিনয় কৃতজ্ঞতা আর আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়