বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০

মহাষ্টমী স্নানযাত্রা সম্পন্নে জেলা পূজা পরিষদের কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার ॥
মহাষ্টমী স্নানযাত্রা সম্পন্নে জেলা পূজা পরিষদের কৃতজ্ঞতা

ব্যাপক আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পূর্বক ধন্যবাদ জ্ঞাপন করেছেন জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তমাল কুমার ঘোষ জানান, ১৬ এপ্রিল মঙ্গলবার সারাদেশের ন্যায় চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র মহাঅষ্টমী স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে। স্নানযাত্রাকে কেন্দ্র করে ধর্মীয় বিশ্বাস নিয়ে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ পুণ্য অর্জনের নিমিত্তে ভোরের আলো ফুটে ওঠার পর থেকেই গঙ্গা স্নানে অংশ নেন। জেলার বিভিন্ন স্থানের ন্যায় এ বছরও পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স সংলগ্ন মেঘনা নদীর পাড়ে ব্যাপক আয়োজনে মহাষ্টমীর স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে। স্মানযাত্রায় জেলা শহরের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার ভক্তের উপস্থিতি পরিলক্ষিত হয় এ স্থানে। যা ছিল খুবই লক্ষ্যণীয়। স্নানযাত্রীদের নিরাপত্তায় জেলা প্রশাসনসহ সর্ব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা ছিল খুবই তাৎপর্যপূর্ণ। নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে স্নানযাত্রা সম্পন্ন হওয়ায় স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনিসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি, সাংবাদিক, সম্পাদক ও আগত ভক্তবৃন্দসহ সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও সকল ধর্মীয় অনুষ্ঠানে এমনিভাবে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একইভাবে সদর উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সুমন সরকার জয় কৃতজ্ঞতা প্রকাশ পূর্বক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, অন্যান্য বছরের তুলনায় এ বছর পুরাণবাজার স্নানযাত্রায় আগত ভক্তদের মাঝে পুরাণবাজার হরিসভা শ্রী শ্রী রাধা মদন মোহন জিউড় মন্দির, সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির, শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দির, পুরাণবাজার শ্রী শ্রী রাম ঠাকুর দোল মন্দির, পুরাণবাজার শ্রী শ্রী লোকনাথ মন্দির ও আশ্রম, পুরাণবাজার দাসপাড়া সার্বজনীন শিব মন্দিরে ব্যাপকভাবে প্রসাদ বিতরণ করা হয়। যারা প্রসাদ বিতরণে অংশ নিয়েছেন তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়