প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ২১:০৫
পুরাণবাজারে আবারো দুই পক্ষের মারামারি
চাঁদপুর শহরের পুরাণবাজারে আবারো দুই এলাকার ছেলেদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) সকালে মেরকাটিজ রোড, মোম ফ্যাক্টরি, রিফিউজি কলোনী সংলগ্ন খাল রাস্তার মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় অটোরিক্সা ভাংচুর, বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ ও প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে স্থানীয় ফাঁড়ি পুলিশ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক হয়।জানা যায়, রনাগোয়াল হরিসভা এলাকা হতে বাজার এলাকা পর্যন্ত চাঁদপুর শহর রক্ষাবাঁধের তীর সংরক্ষণ কাজ চলছে। সংশ্লিষ্ট কাজের ঠিকাদারকে বালু সরবরাহ করছে বিএনপির স্থানীয় কিছু নেতা-কর্মী। ওই কাজের বালুর জাহাজ কারটা আগে বালু আনলোড হবে এ নিয়ে যুবদলের দুই কর্মীর মাঝে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এই খবর তাদের মহল্লায় জানাজানি হলে দুই পক্ষ ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে লিপ্ত হয়।
এ ঘটনায় লিটন, রনিসহ ৫/৬ জন আহত হবার খবর পাওয়া গেছে। আহতরা স্থানীয়ভাবে এবং চাঁদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়।
এর তিনদিন আগে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে পূর্ব শ্রীরামদী ও লোহারপুল এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিলো।
তুচ্ছ ঘটনায় এসব মারামারির বিষয়ে রাজনৈতিক দলের নেতাদের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন শান্তিপ্রিয় পুরাণবাজারবাসী।