প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০
২০ জুন মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠান নির্বিঘ্ন এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্যে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, জেলা প্রশাসকসহ জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ আইন-শৃঙ্খলা বাহিনী, এনএসআই, জিজিএফআই, পৌর মেয়র ও তাঁর পরিষদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ধর্ম-বর্ণ নির্বিশেষে চাঁদপুরবাসীকে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। তাঁরা বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রী সুদীপ্ত রায়, তাঁর সহধর্মিণী শ্রীমতি পূজা রায়, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ এবং পুলিশ বাহিনীর সদস্যদের। প্রতিকূল আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে তাঁরা উৎসবকে সুন্দর এবং সফল করতে সহায়ক ভূমিকা রেখেছেন। তাঁদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। উৎসবের শৃঙ্খলা রক্ষায় যথাযথ দায়িত্ব পালনের জন্যে সভাপতি নেপাল সাহা এবং সাধারণ সম্পাদক সুমন সরকার জয়সহ পৌর পূজা পরিষদের সুযোগ্য নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। সেজন্যে তাঁকেও আন্তরিক ধন্যবাদ।
রথযাত্রার এই মাহেন্দ্রক্ষণে প্রার্থনা-ভগবান জগন্নাথ দেব জগতের সকলের মঙ্গল করুন।