প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪০
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আল-আমিন একাডেমী
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ ক্রিকেট দল।
|আরো খবর
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫ টুর্নামেন্টের ফাইনালে পুরাণ বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়কে ১৯৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আল-আমিন একাডেমী।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান। ক্রীড়া সাংবাদিক ও চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরামের পরিচালনায় বক্তব্য রাখেন বিসিবির চট্টগ্রাম বিভাগের সহকারী বিভাগীয় ক্রিকেট কোচ শামিম ফারুকী। উপস্থিত ছিলেন ফাইনালে অংশ নেয়া দু বিদ্যালয়ের খেলোয়াড়রা, শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও অভিভাবকসহ দর্শকবৃন্দ।
মঙ্গলবার সকালে টসে জয়লাভ করে প্রথমে নবফপ করার সিদ্ধান্ত নেন আল আমিন একাডেমি। তারা নির্ধারিত ৫০ ওভারে নয় হারিয়ে ২৫১ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে আফতাব ৮৩ বলে ৫৬, ইলিয়াস ৬১ বলে ৫০, আবরার রশিদ সাফি ৫২ বলে ৩৮ ও তাহমিদ ২৭ বলে ৩১ রান করেন। জবাবে বল হাতে মধুসূদনের পক্ষে জোবায়ের ৬ ওভারে ৩৮ রানের বিনিময়ে ৫টি উইকেট লাভ করে।
পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় ২৫২ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। দলটি মাত্র ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৭ রান করে। আল-আমিন একাডেমির পক্ষে বল হাতে ইলিয়াস ৯ওভারে তিন মেডেনসহ ২০ রানের বিনিময়ে ৫টি উইকেট লাভ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
এবারের স্কুল টুর্নামেন্টে অংশ নিয়েছিল জেলা সদরের চারটি বিদ্যালয়। বিদ্যালয়গুলো হল পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ ও গণি মডেল উচ্চ বিদ্যালয়।