শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ২০:২৩

জেলা পূজা পরিষদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

অনলাইন ডেস্ক
জেলা পূজা পরিষদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

সনাতন ধর্মাবলম্বীদের সবচে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপনে আনন্দ শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় জেলা প্রশাসক মুহম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেঃ কর্নেল মোয়াজ্জেম হোসেন, চাঁদপুরের এডিএম ও পৌর প্রশাসক জনাব একরামুল সিদ্দিক, পদোন্নতিপ্রাপ্ত এসপি অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্বরত জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব ইয়াছির আরাফাত, এন এস আইর যুগ্ম পরিচালকসহ সকলে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সশরিরে উপস্থিত থেকে বিসর্জন সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারগণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দসহ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ নৌপুলিশ , আনছার বাহিনী, কোষ্টগার্ড, ফায়ার সার্ভিস, ডিজিএফআই , প্রেসক্লাব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, কমিউনিটি পুলিশ, সনাতনী ছাত্র জনতা ঐক্য সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ, মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ তথা সম্প্রীতির জেলা চাঁদপুরের সর্বস্তরের জনগণ। চাঁদপুর পৌরসভার প্রশাসক বিসর্জন স্থানটি সুন্দরভাবে বিসর্জন উপযোগী করে আমাদের কৃতার্থ করেছেন। এছাড়া জেলার ২২২টি পূজা মন্ডপে সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হওয়ায় উপজেলা পূজা পরিষদ, পৌর পূজা পরিষদ, ১০নং ঘাটের ব্যবসায়ীবৃন্দ, বিদ্যুৎ বিভাগ, পল্লি বিদ্যুৎ জেলা প্রশাসক, এসপি, সেনা কর্মকর্তাসহ চাঁদপুরবাসী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষসহ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়