শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১৮:৫৮

কচুয়ার বীর মুক্তিযোদ্ধা শাহআলম পাটওয়ারীর ইন্তেকাল

ফরহাদ চৌধুরী
কচুয়ার বীর মুক্তিযোদ্ধা শাহআলম পাটওয়ারীর ইন্তেকাল
কচুয়ার বীর মুক্তিযোদ্ধা শাহআলম পাটওয়ারীর জানাজা শেষে দোয়া মোনাজাতের (ইনসেটে শাহআলম পাটওয়ারীর ফাইল ছবি)

কচুয়া উপজেলার যুদ্ধকালীন প্রথম কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহআলম পাটওয়ারী (৭৬) বুধবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউজন)। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন মেয়ে , এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বিতারা ইউনিয়নের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে পুলিশের চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা জ্ঞাপন করে।

জানাজার সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আ. রাজ্জাক, নিন্দপুর এমকে আলমগীর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর তালুকদার, মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অর রশিদ, তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এম ইউছুফ মিয়াজী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন চৌধুরী, পরিবারের পক্ষে শাহজাহান খান, সমাজসেবক ফয়েজ আহমেদ খান প্রমুখ।

জানাজা শেষে সৈয়দপুর পাটওয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. মবিন, মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মানিক, ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়