প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০০:৫০
বিদ্যালয়টির জন্যে শুভ কামনা

‘৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়ায় হামানকর্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ব্যাপক সাফল্য' শিরোনামে গতকাল চঁাদপুর কণ্ঠে প্রকাশিত সংবাদে লিখা হয়েছে, ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চঁাদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় কাবাডি (বালক) দল চঁাদপুর জেলায় চ্যাম্পিয়ন হয়েছে। জেলা পর্যায়ে সঁাতার প্রতিযোগিতায় ১১টিতে প্রথম স্থান এবং ৮টিতে দ্বিতীয় স্থান অর্জন করে এই বিদ্যালয়। এছাড়া উপজেলা পর্যায়ে কাবাডি বালক দল চ্যাম্পিয়ন, সঁাতার প্রতিযোগিতায় ২৩টিতে প্রথম স্থান এবং ৫টিতে দ্বিতীয় স্থান অর্জন করে। উপজেলা পর্যায়ে কাবাডিতে রানার্সআপ হয় চঁাদপুর পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়, জেলা পর্যায়ে রানার্সআপ অর্জন করে ফরিদগঞ্জ এ.আর পাইলট উচ্চ বিদ্যালয়। আগামী ১৯ এবং ২০ অক্টোবর কুমিল্লা অঞ্চলে বিজয়ীরা অংশগ্রহণ করবে।
আমরা ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়ায় হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের এমন সাফল্যকে অভিনন্দিত করতে চাই। কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতায় গিয়ে তারা এই সাফল্য কতোটুকু ধরে রাখতে পারবে সেটা আমরা খুব বেশি বিবেচনায় রাখতে চাই না, তবে শুভ কামনা অকৃপণভাবে করতে চাই। এ বিদ্যালয়টি বিতর্কসহ সংস্কৃতি অঙ্গনেও এগিয়ে যাওয়ার স্বাক্ষর ও ইঙ্গিত রেখে চলছে। আমাদের কথা একটাই, যেহেতু বিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির প্রতিভা শিক্ষকদের আন্তরিকতায় উন্মোচিত হয়েছে, সেহেতু এই প্রতিভাগুলোর সুষ্ঠু বিকাশ এবং নূতন প্রতিভার প্রকাশের জন্যে শুধু এক বছরই নয়, প্রতি বছর যাতে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, সে ব্যাপারে প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে।