প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১৮:৩২
নবাগত সিভিল সার্জনের সাথে জামায়াতে ইসলামী চাঁদপুরের নেতৃবৃন্দের মতবিনিময়

চাঁদপুরের নবাগত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সিভিল সার্জন অফিসে এ আয়োজন করা হয়। সিভিল সার্জন মতবিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার জন্যে স্বাস্থ্য সেবার মাধ্যমে জনগণকে সেবা করার অঙ্গীকার করেন এবং জেলার স্বাস্থ্য সেবার উন্নয়নে জামায়াতের সহযোগিতা চান। তিনি জামায়াত নেতৃবৃন্দের বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর আমীর অ্যাড. শাহজাহান খান, সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন, শুরার সদস্য অ্যাড. মামুন মিয়াজী, গোলাম মাওলা ও সাইফুল ইসলাম সবুজ। আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাখাওয়াত হোসেন সহ অন্য কর্মকর্তাবৃন্দ।
|আরো খবর
- জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন না তুলে নিজেদের কাজ করুন ..... অধ্যাপক মাওলানা আবুল হোসাইন
- চাঁদপুর সদর উপজেলায় নবাগত স্বাস্থ্য কর্মকর্তাকে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা
- জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রূপালীর নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময়