প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ২১:১৬
রিভারসাইড কিন্টারগার্ডেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মায়েরা সমাজ ও দেশ পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা রাখবে : মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল
চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেছেন, সামনে আমাদের জাতীয় নির্বাচন। এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।যেহেতু আমাদের দেশে মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাই জাতীয় নির্বাচনে আমরা আমাদের মায়েদের সহযোগিতা চাই ।মায়েরা আমাদের সাথে আমাদের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে। তারা তাদের যোগ্যতার সবটুকু নিয়ে মাঠে নামবে। সমাজ ও দেশ পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। আজকের কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আমরা চাই একদিন তারা বড় কিছু হবে।
|আরো খবর
তিনি গতকাল ১৮ই মার্চ শনিবার সকালে পুরাণবাজার রিভারসাইড কিন্টারগার্ডেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ক্রীড়া আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম সরকারের সভাপতিত্বে এবং অনুষ্ঠান সঞ্চালনায় বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি তমাল কুমার ঘোষ।
এ সময় পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভালোবাতো প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, পৌর কাউন্সিলর আঃ মালেক শেখ,সাবেক শিক্ষিকা রাশেদা বেগম,
ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল, গভর্নিং বডির মহাসচিব জাকারিয়া ভূইয়া বতু,২ নং বালক সপ্রাবির সিনিয়র শিক্ষক ধ্রুবরাজ বণিক, গ্রীনবাংলা নিউজ এর সম্পাদক মোঃ আশিক খান সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকালে শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চাঁদপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব হারুন আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সাবেক ফুটবলার ও ব্যবসায়ী গোবিন্দ সাহা।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সার্বিক নির্দেশনা ও পরিচালনায় ছিলেন রিভারসাইড কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ তানিয়া ইসতিয়াক খান এবং সিনিয়র শিক্ষক দিলীপ সাহা।