শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০০:০০

পুরাণবাজারে নিহত আল-আমিনের পরিবারের পাশে মেয়র জিল্লুর রহমান জুয়েল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
পুরাণবাজারে নিহত আল-আমিনের পরিবারের পাশে মেয়র জিল্লুর রহমান জুয়েল

১১ জুন মঙ্গলবার পুরাণবাজারে সংঘর্ষে নিহত আল-আমিন খানের বাড়িতে গিয়েছেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি নিহত আল-আমিন খানের স্ত্রী, দুই শিশু সন্তান, বাবা-মা ও আত্মীয়স্বজনকে সান্ত¡না জানান এবং সমবেদনা জানান। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেয়র আল-আমিনদের বাসায় যান। এ সময় আল-আমিন খানের বাবা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মজিদ খান ডেঙ্গু মেয়রকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি তার ছেলে আল-আমিন হত্যার বিচার চান। আল-আমিনের স্ত্রী তার অবুঝ দুই শিশু সন্তানকে কোলে নিয়ে বিলাপ করেন। তার দুই শিশু সন্তানকে যারা এতিম করেছে, তাকে যারা বিধবা করেছে তাদের ফাঁসি দেখতে চান তিনি। নিহত আল-আমিনের বৃদ্ধা মাও মেয়রকে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় আল-আমিন খানের চাচা খালেক খান, চাচাতো বোন মহিলা আওয়ামী লীগ নেত্রী বিলকিসসহ পরিবারের স্বজন ও এলাকার নারী-পুরুষ সেখানে জড়ো হন। তারা সবাই নিরপরাধ আল-আমিন হত্যার সুষ্ঠু বিচার চান এবং খুনিরা কোনোভাবে যেনো পার না পায় সে দাবি জানান। লাশের পোস্টমর্টেম রিপোর্টে কোনো প্রভাবেই যেনো মিথ্যার আশ্রয় না নেয়া হয় সে দাবিও জানান তারা।

মেয়র জিল্লুর রহমান জুয়েল নিহত আল-আমিন খানের পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, পোস্টমর্টেমের রিপোর্টকে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। আমাদের মাননীয় সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি আপা এ বিষয়টি নিয়ে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে একাধিকবার কথা বলেছেন। নিহতের পরিবারের সাথে কথা বলেছেন। বিষয়টির খোঁজখবর তিনি সার্বক্ষণিক রাখছেন। আপনারা আমাদের প্রতি, মন্ত্রী মহোদয়ের প্রতি আস্থা রাখুন। নৃশংসতম এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিচারকার্যে কোনো ধরনের হস্তক্ষেপ হবে না বলে মেয়র আশ্বস্ত করেন।

এ সময় মেয়রের সাথে ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, ২নং ওয়ার্ড কাউন্সিলর আঃ মালেক শেখ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সহিদ লস্করসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়