প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ছেংগারচর পৌর বিএনপির ৫ও৬নং ওয়ার্ড কার্যালয় উদ্বোধন
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার ঘনিয়ারপাড় চৌরাস্তা বাজার সংলগ্ন মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডঃ ফজলুল হক সরকার হান্নান।
ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নূরুল হক জিতু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার, সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল।
আরো বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন। যুবদল নেতা নূর নবী মোল্লার সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।