প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বিডিআর বিদ্রোহ মামলা, ১৭ স্পেশাল পিপির নিয়োগ বাতিল
বিডিআর বিদ্রোহ মামলায় নিয়োগপ্রাপ্ত ১৭ স্পেশাল পাবলিক প্রসিকিউটরের (পিপি) নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
গত ৫ সেপ্টেম্বর উপ-সলিসিটর সানা মোঃ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ আদেশ বাতিল সংক্রান্ত এ তথ্য জানা যায়।
৯ সেপ্টেম্বর সোমবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদেশে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি করা বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলায় ১৭ জনের বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল হলো।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি, এই দুদিনে তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদর দফতর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে। সূত্র : ঢাকা পোস্ট।