বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বপ্নের দিন

সন্তোষ দাস মনা
স্বপ্নের দিন

আপনার সমালোচনা আপনি করুন, দেখবেন কিছু মানুষকে আপনার মতন দেখতে লাগছে। কেন ভুলে যান, দোষের ঊর্ধ্বে আমিও না আপনিও না। কাউকে কাঠগড়ায় দাঁড় করাতে হলে আগে বিবেকের আদালত সমান রাখুন।

প্রতিনিয়ত আমাদের সংশোধিত হওয়ার বিধান আছে। যেটা নাই সেটা হলো, নিজেকে পরিবর্তনের মানসিকতা। অথচ, আমরা ঐ দিকে না যেয়ে বিবেকের আদালতে উকিল হয়ে বসে থাকি। কাকে ভালো লাগে না, কার চলন বাঁকা, কার পিণ্ডি চটকানো যায়, এটা আমাদের নিত্য কর্মের পার্ট অফ ওয়ান!

আজকাল মানুষ নিজের ছায়া কে বিশ্বাস করে না। এমন অমানিশা তো দেখি নাই কোনোদিন, একটা বিষবাষ্পের কালো ধোঁয়া দগ্ধ করছে মনোজগৎ। গড় আয়ু যদি ৭২℅ হয়, বা তার কম-বেশি হয়, তাহলে দেখবেন, নিজের জন্যে তো কিছু করতে পারেননি, প্রজন্মের জন্যেও না।

একজন মানুষের সিম্বোলিক দিক কী? আমার দৃষ্টিতে সহনশীলতা, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং আত্মসমালোচনা। এই তিনটি গুণের মাঝেই মানুষ হবার সামষ্টিক গুণ বিরাজমান থাকে।

বিশ্বপিতা আমাদেরকে সৃষ্টি করেছেন ভালোবেসে। অথচ সেই ভালোবাসাই আজকের পৃথিবীতে বড়ো হুমকির মুখে। ভালোবাসতে জানলে হৃদয় থেকে ক্ষমা নির্গত হয়। ক্ষমা তাকেই করা উচিত, যে ক্ষমা পাওয়ার ন্যূনতম যোগ্যতা রাখে।

পরিবেশ না বাঁচিয়ে সংসার সুখী করতে পারবেন না, তা আপনি যতই চেষ্টা করেন না কেন, পথ ভুল করলে আপনি অসুস্থ হবেন, আপনার পরিবেশ অসুস্থ হবে, আর পরিবেশ অসুস্থ হলে আপনার প্রজন্মও অসুস্থ হবে।

নিজেকে সংশোধন করার জন্যে কারো কাছ থেকে কোনো ঠিকাদারি নিতে হয় না, যা নিতে হয় তা হচ্ছে সৎসঙ্গ, সৎগ্রন্থ, সৎচিন্তা।

মানুষের ভেতর দমের খেলা, এই আছে এই নেই। তবুও হিংসা জাগে, প্রতিহিংসা জাগে। লোভের আগুনে পোড়ায় সাধের জীবন।

পৃথিবী আজ অশান্ত, তার জন্যে আমাদের স্বার্থ, লোভ, প্রতিহিংসা, অতৃপ্ত কামনা-বাসনা, সীমাহীন চাহিদাই দায়ী।

আমরা ভুল থেকে শিক্ষা নেই না, আমরা বিচার মানি, তাল গাছটা আমার।

মননে মানসিকতায় নিজেকে উন্নত করতে হবে, আত্মঅনুসন্ধান, আত্মবিশ্লেষণ করতে হবে। স্বচ্ছতার বীজ রোপণ করতে হবে প্রতিটি কর্মকাণ্ডে।

‘সকলের তরে সকলে আমরা,

প্রত্যেকে আমরা পরের তরে' -- কামিনী রায়ের এই কথাটি'র মর্মার্থ বোঝার দিন এসেছে।

কোনো কষ্টই চিরস্থায়ী না, কোনো সমস্যাও চিরস্থায়ী না।

শুধু উপলব্ধি করতে হবে, এবং তার ভিত্তিতে কাজ করে যেতে হবে কী করে জীবন থেকে অন্ধকার দূর করা যায়।

মনের জানালা খোলা রাখুন, একদিন আলো আসবেই, বন্ধ কপাটে অন্ধকার বাস করে।

প্রসঙ্গত ভবা পাগলার একটা গান মনে পড়ে যায়--

" যেদিন পরাণ পাখি উড়ি উড়ি

দেবে আকাশ পাড়ি

ধূলার মাঝে থাকবে পড়ে

দম ফুরানো

একটা হাওয়ার গাড়ি

একটা হাওয়ার গাড়ি... রে... মন

একটা হাওয়ার গাড়ি "

মূল কথা হলো, এই যে আমরা কেউই আত্মসমালোচনা করি না, পরনিন্দা পরচর্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, তবেই না নতুন দিনের পথ খুঁজে পাবো।

আমি আমাকেও ভালোবাসি, আমি তোমাকেও ভালোবাসি। এই হোক আমাদের পথ চলার নীতি।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করুন।

আপনার সন্তানের জন্যে আগামীর রবি কিরণ হোক স্নিগ্ধ জ্যোতির্ময়, আসুক স্বপ্নের দিন।

পরিশেষে এই বলবো বা বলতে ইচ্ছে হয় কবিগুরুর সেই কথাটি, যেন প্রাণ ফিরে পায়--

'আনন্দলোকে মঙ্গলালোকে

বিরাজ সত্য সুন্দর.... '

রচনাকাল : ০৯ সেপ্টেম্বর ২০২৪।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়