প্রকাশ : ২২ জুন ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক ফাউন্ডেশনের শুভ উদ্বোধন
আর্তমানবতার সেবায় সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গরিব অসহায় মানুষের খাদ্য-বস্ত্র-বাসস্থান নিশ্চিত করা, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের ক্ষেত্রে সহযোগিতা করা, স্কুল-কলেজ-মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অকালে শিক্ষাব্যবস্থা থেকে ঝরে পড়লে তাকে আর্থিক সাহায্যের মাধ্যমে সহযোগিতা করা, মাদক সেবনকারীদের প্রতিহত করা, ফাউন্ডেশনের সদস্যদের একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসা, তরুণ ও যুব সমাজের যুবকদের বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করার লক্ষ্যে ফরিদগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক ফাউন্ডেশন নামে এই সংগঠনের আত্মপ্রকাশ ও শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০ জুন বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং দক্ষিণ ইউনিয়নের কালির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী সামাজিক ফাউন্ডেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক সভাপতি প্রবীণ বিএনপি নেতা খোকন মৃধা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ১৪ নং দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক দুবারের সভাপতি শামসুল ইসলাম পিননু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক গাজী মোঃ শাহজাহান, যুবদলের সাবেক সভাপতি ডাক্তার ফিরোজ, ইউনিয়ন বিএনপির সভাপতি সাংবাদিক জাকির হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাক্তার শাহজাহান, যুবদলের সাবেক জয়েন্ট সেক্রেটারি হেলাল উদ্দিন হেলাল, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, মোঃ কামাল সহ অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম মজুমদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিপু বেপারী, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম, ২নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলম খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সহ বিএনপির অসংখ্য নেতা-কর্মী।
বক্তারা বলেন, সংগঠনের মূল কাজ হবে নির্ধারিত লক্ষ্যগুলো সঠিকভাবে পালন করা এবং আগামী কয়েক মাসের মধ্যে এই সংগঠনের কর্মপন্থা পুরো উপজেলায় ছড়িয়ে দিতে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এই সংগঠনের নামে কমিটি গঠন করা।