শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ জুন ২০২৪, ০০:০০

চাঁদপুর স্টেডিয়ামে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁদপুর স্টেডিয়ামে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা সদরসহ জেলা জুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। চাঁদপুর শহরের সবচে’ বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় চাঁদপুর স্টেডিয়ামে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলো চাঁদপুর আউটার স্টেডিয়াম ঈদ জামাত কমিটি।

সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়। নামাজের জামাতে ইমামতি করেন চাঁদপুর সদর উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ।

এই ঈদ জামাতের ব্যবস্থাপনায় ছিলেন আয়োজক কমিটির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর। সহযোগিতায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান পাটওয়ারী, কোষাধ্যক্ষ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, কমিটির উপদেষ্টা আঃ রশিদ সর্দার, প্রফেসর মামুনুর রশিদ, সহ-সভাপতি আব্দুর রশিদ খান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, ঈদ জামাত কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজান লিটন, প্রচার সম্পাদক শরীফ সরকার, সদস্য অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপন, বীর মুক্তিযোদ্ধা ছানাউল্যাহ, সাংবাদিক শরিফুল ইসলামসহ মুসল্লিরা।

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর চাঁদপুর জেলা জুড়ে প্রত্যেকটি ঈদের জামাত খুবই সুন্দর পরিবেশে সম্পন্ন হয়। ছোট-বড়, ধনী-গরিব সকলে একত্রিত হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় এবং কোলাকুলি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়