প্রকাশ : ২২ জুন ২০২৪, ০০:০০
শাহতলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মফিজ মিজির ইন্তেকাল
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের সাবেক অভিভাবক, বড় শাহতলী গ্রামের নিবাসী শাহতলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মফিজ মিজি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.....রাজিউন)।
গত ১৯ জুন বুধবার সকাল ৯টায় শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মরহুমের শ্যালক বিষ্ণুদী মাদ্রাসার শিক্ষক মাওঃ আবু তাহের। জানাজা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজের পূর্বে শাহতলী কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। আরো বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, সমাজসেবক মোঃ মাহবুবুল আলম খান বদু, মরহুমের ভাই মোঃ সেলিম মিজি ও মরহুমের বড়ো ছেলে মোঃ সাইফুল মিজি।
১৮ জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মফিজ মিজির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।