রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে নারিকেল তলায় বসেছে বৈশাখী মেলা

শামীম হাসান ॥
ফরিদগঞ্জে নারিকেল তলায় বসেছে বৈশাখী মেলা

পূজা পার্বনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪৩১ সালকে বরণ করে নিতে পশ্চিম পাড়া গাব্দেরগাঁও পল্লী যুবক সেবক সংঘ কালী মন্দিরের আয়োজনে ফরিদগঞ্জের চরমুঘুরা নারিকেল তলায় বসেছে বৈশাখী মেলা। এ বছর মেলাটিতে বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্পের হরেক রকমের জিনিসের মধ্যে বাচ্চাদের হাঁড়ি-পাতিল, বিভিন্ন ধরনের মাটির টেপা পুতুল, বাঁশের বাঁশি এবং বাঁশ ও বেতের তৈরি নানা পণ্যের পাশাপাশি মিষ্টান্ন, দধি ও মৌসুমি ফল তরমুজের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের তীব্র গরম লাঘবে মেলা প্রাঙ্গণে আছেন আখের রস, শরবত ও ডাব বিক্রেতারাও। আছে নারীদের নিত্য প্রয়োজনীয় প্রসাধনীর দোকানও।

মেলা প্রাঙ্গণে সকাল থেকেই নানা ধর্মের ছোট থেকে বৃদ্ধ সকল বয়সী মানুষের অন্য বছরের চেয়ে তুলনামূলক বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিন সকালে মেলায় ভিন্ন রকমের জিনিস বিক্রি করতে আসা দোকানিদের সাথে কথা বললে তারা জানান, এখন পর্যন্ত তুলনামূলক বেচা-বিক্রি কম হচ্ছে। মাগরিবের আগ পর্যন্ত আমরা দোকানিরা বেচা-বিক্রির জন্যে অপেক্ষায় থাকবো।

মেলার পাশেই বট বৃক্ষের নিচে হিন্দু ধর্মাবলম্বীরা করছে কালিপূজা। এ বছর মেলা প্রাঙ্গণে বসেছে প্রায় ৭০ থেকে ৮০ টি দোকান।

স্থানীয় সচেতন মহল জানান, একসময় বেশ বর্ণিল ভাবে আরো বৃহৎ পরিসরে মেলাটির আয়োজন হলেও কালক্রমে ক্রমশ ছোট হয়ে আসছে মেলার পরিধি। তাদের দাবি, স্থানীয় প্রশাসন বিষয়টির প্রতি নজরদারি বাড়িয়ে বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ভূমিকা রাখবেন।

মেলার আয়োজক পশ্চিম পাড়া গাব্দেরগাঁও পল্লী যুবক সেবক সংঘ কালী মন্দিরের সভাপতি বাপ্পি দেবনাথ জানান, শান্তি শৃঙ্খলার সাথে মেলা আয়েজনে আমরা আমাদের সকল প্রস্তুতি গ্রহণ করেছি এবং মেলা শেষ হওয়া পর্যন্ত পুরো মেলা প্রাঙ্গণ ও মেলার সার্বিক বিষয়গুলোর প্রতিনিয়ত মনিটরিং করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়