প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০
কচুয়ায় গোহট জনকল্যাণ সংঘের ঈদ পুনর্মিলনী
কচুয়া উপজেলার গোহট দঃ ইউনিয়নে অবস্থিত গোহট জনকল্যাণ সংঘের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরের দিন (১১ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার) সকল সদস্যকে নিয়ে একই রংয়ের পায়জামা পাঞ্জাবি পরে বিনোদন কেন্দ্র কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে ভ্রমণে যায় সংগঠনটি। অতিথি ও সদস্যরা সকাল ১১টায় ঈদের নামাজের পরপরই বাসযোগে বিনোদন কেন্দ্রে প্রবেশ করে। এবার সংগঠনের সদস্য ছাড়াও ঝিলমিল সাংস্কৃতিক সংঘের কিছু অতিথি শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়। তারা ম্যাজিক প্যারাডাইসে প্রবেশের পূর্বে মূল গেইটের সামনে দুটি মনোমুগ্ধকর নাচ পরিবেশন করেন, যা ওখানকার দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফরহাদ চৌধুরী জানান, এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান। এই সংগঠনের মাধ্যমে গত সাড়ে চার বছরে আমরা অনেক সামাজিক ও জনসেবামূলক কাজ করেছি, যার অনেকাংশের অবদান রয়েছে সংগঠনের বর্তমান প্রধান উপদেষ্টা গোহট গ্রামের অধিবাসী ওমান প্রবাসী সমাজসেবক ইঞ্জবনিয়ার রাকিবুল হাসান (ফারুক)-এর। এবারও সকল সদস্যকে ঈদের পাঞ্জাবী দিয়েছেন তিনি। এছাড়া অনুষ্ঠানে খাবারের ব্যবস্থা করেছেন ক্লাবের আরেক সদস্য প্রবাসী মোঃ আরিফ।