বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুরের ৪টি আসনে জাকের পার্টির প্রার্থিতা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরের ৪টি আসনে জাকের পার্টির প্রার্থিতা প্রত্যাহার

চাঁদপুরের ৫টি আসনের মধ্যে ৪টি আসনেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের মনোনীত প্রার্থীরা। তারা সবাই চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে মুফতি কাউছার আহমেদ চাঁদপুরীকে রেখে বাকি মনোনয়ন প্রত্যাহার করে নেয়। ১৭ ডিসেম্বর রোববার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সকলে মনোনয়ন প্রত্যাহার করেন।

৫টি আসনের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা জাকের পার্টির প্রার্থীরা হলেন : চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে মোঃ মাসউদুল আহসান, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের মোঃ ওবায়েদ মোল্লা, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে মোঃ নুরুল ইসলাম বেপারী ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে মোঃ মুকবুল আহমেদ। তারা সশরীরে সবাই উপস্থিত থেকে এই মনোনয়ন প্রত্যাহার করে নেন।

এ বিষয়ে দলের মুখপাত্র চাঁদপুর জেলা জাকের পার্টির সভাপতি মাহবুবুর রহমান বলেন, আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে শুধুমাত্র মুফতি মোঃ কাউছার আহমেদ চাঁদপুরী নির্বাচন করবেন। জেলার বাকি চারটি আসন থেকে অন্য প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াতেই সকলে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়