রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০

তিনিই আমার আংকেল
কাজী আজিজুল হাকিম নাহিন

তিনি আমার এমন একজন আংকেল, যার ব্যক্তিত্ব, দয়া, মহানুভবতা, উদার মনের মানসিকতা আমার প্রেরণা, যা আমার মনের অভ্যন্তরে তীরের মত গেঁথে আছে।

মানুষের মন জয় করার জন্যে যে গুণগুলো থাকার দরকার, প্রত্যেকটি গুণ মহান আল্লাহ আংকেলকে দিয়েছেন।

আংকেলের গুণ বলে কিংবা লিখে শেষ করা যাবে না। তিনি যেমন কবি, ছড়াকার, গীতিকার, নাট্যকার, গবেষক তথা সব্যসাচী লেখক, তেমনি দক্ষ সংগঠক এবং একজন ভালো চিকিৎসক। তাঁর উপস্থাপনা, কথার ভঙ্গি একটি মানুষকে সহজেই আকৃষ্ট করে ফেলে।

আমি যখন ক্লাস সিক্স-সেভেনে পড়ি, আমি মারাত্মকভাবে লিভার সমস্যায় ভুগি। তখন থেকেই রোগী হিসেবে আংকেলের সাথে পরিচয়। এই পরিচয় থেকেই আজ এ পর্যন্ত। আমি যতবার অসুস্থ হয়েছি ততবার আংকেল আমার ট্রিটমেন্ট করেছেন। যে কোনো সমস্যা হলে আংকেলকে দ্রুত জানিয়ে ফেলি। আংকেল তাৎক্ষণিক আমাকে সেবা দিয়ে থাকেন। কখনো ‘না’ বলেন না। কেউ অসুস্থ হলে আমি প্রথমে আংকেলের কাছে যেতে বলি। কারণ, একমাত্র আংকেলই পারে একজন রোগীর মনে ঢুকতে।

একবার তো মারাত্মক অসুস্থ হওয়ায় আংকেল চেম্বারে রোগী রেখে আমাকে দেখতে বাসায় ছুটে এসেছেন। তখন আমি বুঝেছি আংকেল আমাকে কতোটা ভালোবাসেন এবং কতোটা আমার জন্যে আন্তরিক।

সত্যি কথা বলতে কি, আংকেলের সাথে কথা বললে আমি মনে ভরসা পাই। এটি এমন এক ভরসা, যেটি আমাকে কেউ কোটি টাকা দিলেও আমার মনে আংকেলের মতো স্থান করে নিতে পারবে না।

চাঁদপুরে অনেক গুণী পরিচিত মানুষ ছোটবেলা থেকেই দেখে আসছি। তাঁদের মধ্যে অনেকেই পৃথিবীতে নেই। কিন্তু যাঁরা রয়েছেন আমার দেখা সেরা গুণী লোক আংকেল। কারণ আংকেলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রেই ফিট হয়ে যান। এমন একজন লোককে কে ভালো না বেসে থাকতে পারে! এই ভালোবাসার মানুষটির আজ ৫০তম জন্মবার্ষিকী। টগবগে যুবকরূপী আংকেল ৫০ বছর পূর্ণ করে ফেলেছেন।

আংকেলের এই জন্মদিনে প্রাণঢালা দোয়া ও শুভ কামনা। আংকেলের প্রতি আমি কৃতজ্ঞ। এ রকম অন্তত আরো ৫০ বছর আংকেলের জীবনে আসুক। মহান আল্লাহর কাছে আংকেলের জন্যে দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে প্রার্থনা জানাই।

আংকেল সবার জন্যেই ছড়া লিখেন। আমি একটু চেষ্টা করলাম আংকেলের জন্যে--

আংকেল

তিনি আমার আত্মার আত্মীয়

যেন আমার পরিবারেরই লোক,

৫০ বছর আংকেলের জন্যে

হোক স্মৃতিময় চোখ।

সর্বগুণে গুণান্বিত আমার দেখায় সেরা,

সেই আংকেলকে সম্মান জানাই মোরা।

পীযূষ আংকেল একজনই চাঁদপুরে নেই যার জুড়ি,

তাঁর আলোতে আলোকিত হবে এই চাঁদপুরী।

তাই শুধু নয় চাঁদপুরবাসী,

আঙ্কেলকে আমি নাহিন এতো ভালোবাসি!

লেখক : কাজী আজিজুল হাকিম নাহিন, সহ-সভাপতি চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব এবং সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়