বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সভাপ্রধানে ১৪ আগস্ট সোমবার বিকেলে উপজেলা ই-সেন্টারে তাঁকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল গণির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান ও গীতা থেকে পাঠ করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুর্নিমল দেউরী।

এ সময় বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসাইন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী প্রমুখ।

বক্তব্য শেষে মোঃ মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়া, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মাহবুব আফছার, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, খাদ্য নিয়ন্ত্রক ফারজানা আক্তার মিলি, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়