বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা
  •   ভারতকে কড়া বার্তা শ্রম উপদেষ্টার
  •   আধুনিক নৌ টার্মিনাল প্রকল্প পরিদর্শনে চাঁদপুরে নৌপরিবহণ উপদেষ্টা
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক

নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে হাজীগঞ্জ উপজেলার বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগমের নেতৃত্বে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

কলেজের হলরুমে আয়োজিত শোকসভায় বক্তব্য রাখেন জ্যেষ্ঠ প্রভাষক মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক রণজিৎ চন্দ্র পাল, মোঃ মহিউদ্দিন, শিক্ষার্থী আসফাক মজুমদার নাবিল, কুষণ সাহা, রমজান আলী প্রমুখ।

সিনিয়র শিক্ষক মঈনুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সময়ে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত এবং দোয়া ও মোনাজাত করেন মাওঃ গিয়াস উদ্দিন।

দোয়া ও মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের দীর্ঘায়ু, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

এ সময় প্রভাষক ফাহিমা আক্তার, ইমাম হোসাইন, রুমানা বারি, সিনিয়র শিক্ষক নাজমুস শাহাদাত, আছমা বেগম, রিনা চৌধুরীসহ অন্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়